আফগানিস্তানের কাছে আবার হার বাংলাদেশ ‘এ’ দলের!

Looks like you've blocked notifications!

আর কদিন বাদে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ। এই সিরিজের দলের বেশ কয়েকজন খেলোয়াড় ‘এ’ দলের হয়ে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে খেলছে। ঘরের মাঠে এই আনঅফিশিয়াল ওয়ানডে সিরিজে হেরেই চলছে বাংলাদেশ। অতিথি দলটির কাছে এ নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে হেরেছে লাল-সবুজের দল।   

ম্যাচে প্রথমে ব্যাট করে বাংলাদেশ ‘এ’ দল করে ২৭৮ রান। জবাবে চার উইকেট হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে আফগানিস্তান। 

আজ রোববার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো করতে পারেননি শ্রীলঙ্কা সফরের জাতীয় দলে ডাক পাওয়া এনামুল। তিনি ফেরেন ২৪ বলে ২৬ রান করে।

আর মোহম্মদ নাঈম ৪৯ রান করে আউট হন। তবে দারুণ উজ্জ্বল ছিলেন মোহাম্মদ মিঠুন। ৯৪ বলে ৮৫ রান করেন এই ডানহাতি ব্যাটসম্যান। উল্লেখযোগ্য ইনিংস খেলন সাব্বির রহমানও, করেন ৩৮ বলে ৩৫ রান।

জবাবে ইব্রাহিম জাদরানের চমৎকার সেঞ্চুরির ওপর ভর করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আফগানিস্তান ‘এ’ দল। তিনি ১৪৯ বলে সাতটি করে ছক্কা ও চারে ১২৭ রান করেন।

সংক্ষিপ্ত স্কোর :

বাংলাদেশ ‘এ’ দল : ২৭৮/৯ (ইমরুল ৪০, এনামুল ২৬, মিঠুন ৮৫, নাঈম ৪৯, সাব্বির ৩৫; শিরজাদ ৫৪/১, করিম ৪৩/৩, ফজল ৪৮/৩)।

আফগানিস্তান ‘এ’ দল : ২৮১/৬ (রহমানউল্লাহ ২১, ইব্রাহিম ১২৭, উসমান ২৬;  শফিউল ৫৯/২, রাহি ৫৮/১)।