বিপিএলে ঢাকা ডায়নামাইটসে খেলবেন ইংলিশ অধিনায়ক

Looks like you've blocked notifications!

বিশ্বকাপ জয়ী ইংলিশ অধিনায়ক এউইন মরগান সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল ঢাকা ডায়নামাইটস। ডায়নামাইটসের প্রধান নির্বাহী ওবায়েদ নিজাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে ওবায়েদ নিজাম বলেন, ‘ছোট ফরম্যাটের ক্রিকেটে মরগানের বিশাল অভিজ্ঞতার বিষয়টি বিবেচনা করে আসন্ন বিপিএলের জন্য আমরা তাঁকে দলভুক্ত করেছি। আশা করছি পুরো মৌসুমেই তাঁকে আমরা দলে পাব।’

মরগানের নেতৃত্বে সম্প্রতি প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে ইংল্যান্ড। অবশ্য এখনো সিদ্ধান্ত নেয়নি আসন্ন মৌসুমে অধিনায়কের দায়িত্ব কাকে দেওয়া হবে। সাকিবের নেতৃত্বে ২০১৬ সালে বিপিএলর শিরোপা জিতেছিল ডায়নামাইটস। অবশ্য সাকিবের নেতৃত্ব গত দুই আসর ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলেও শিরোপার দেখা পায়নি।

এ ব্যাপারে নিজাম আরো বলেন, ‘আমরা অধিনায়কের বিষয়টি নিয়ে চিন্তা করছি। সাকিব বেশ কিছুদিন দলকে নেতৃত্ব দিচ্ছেন, দেখা যাক কী হয়।’

এদিকে বিপিএলে এবারই প্রথম খেলতে আসছেন মরগান। অবশ্য বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে তিনি খেলেছেন আগেও। ২০১৪ সালে ঢাকা প্রিমিয়ার লিগে লিজেন্ড অব রূপগঞ্জের হয়ে খেলে গেছেন মরগান।