Beta

ফুটবলে মেতেছে বেকহামকন্যা

২৮ জুন ২০১৯, ২১:৩৭

অনলাইন ডেস্ক
মেয়ের সঙ্গে খেলা দেখছেন ডেভিড বেকহাম। ছবি : সংগৃহীত

কিছু মানুষ রাজা হবার জন্যেই জন্ম নেয়। তাঁদের একজন হলেন ইংলিশ সাবেক ফুটবলার ডেভিড বেকহাম। তিনি ইংলিশ ফুটবলের মহাতারকা। তিনি স্টাইলিশ ম্যান অব ফুটবল। সম্প্রতি তিনি তাঁর ফুটফুটে কন্যাকে নিয়ে আবার আলোচনায়।

সম্প্রতি তিনি তাঁর কন্যা হারপারকে নিয়ে নারী ফুটবল বিশ্বকাপের কোয়াটার ফাইনাল দেখতে ফ্রান্সের মাঠে এসেছিলেন। আর সেখানে বাবা-মেয়ের কিছু অসাধারণ মুহূর্ত ক্যামেরাবন্দী করেন ক্যামেরাম্যান।

যেহেতু ফুটবল তাঁদের রক্তে, সেহেতু ফুটবল মাঠে এসে দেখবেন না সেটা কি করে হয়। মাঠের খেলার পাশাপাশি সবার নজর ছিল বেকহাম ও তাঁর সাত বছর বয়সী কন্যার দিকেও।

মাঠে তাঁদের সেই আনন্দঘন মুহূর্তের ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। একটি চমৎকার ছবিতে দেখা যায় বাপ-বেটি পরস্পরকে চুমু খাচ্ছে। অন্য আরেকটি ছবিতে তাঁরা উল্লাস করছে খেলার কোন এক ক্রেজি মোমেন্টে।

তবে, নিজের মেয়ের ঠোঁটে চুমু দিয়ে উগ্র সমর্থকদের সমালোচনার শিকারও হয়েছেন এই কিংবদন্তি।

Advertisement