Beta

অসুস্থ হয়ে পড়েছেন ব্রায়ান লারা, হাসপাতালে ভর্তি

২৫ জুন ২০১৯, ১৭:৪৪

অনলাইন ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার ব্রায়ান লারাকে মুম্বাইয়ের প্যারেলে গ্লোবাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার হঠাৎ তিনি বুকে ব্যথা অনুভব করায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভারতীয় সংবাদসংস্থা এএনআই একটি টুইট করে বলে, ‘হাসপাতালের তরফ থেকে একটি বিবৃতি শিগগিরি দেওয়া হবে এ ব্যাপারে। ব্রায়ান লারা এই মুহূর্তে ভারতে এসেছেন বিশ্বকাপ ক্রিকেটের সম্প্রচারে একজন বিশেষজ্ঞ হিসেবে।’

আইপিএলে বিশেষজ্ঞ হিসেবে সম্প্রচারকারী প্যানেলেও রয়েছেন লারা। সম্প্রতি তিনি তাঁর ব্যস্ত সময়ের ফাঁকেই মুম্বাইয়ে গলি ক্রিকেটে উৎসাহ দান করতে এসেছিলেন প্রাক্তন অজি পেসার ব্রেট লির সঙ্গে।

৫০ বছর বয়সী লারা টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ডের অধিকারী। তাঁর অপরাজিত ৪০০ রানের ইনিংসটি টেস্টের একমাত্র কোয়াড্রিপল সেঞ্চুরি। তিনি ২৯৯টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে ১০ হাজার ৪০৫ রান করেছেন ৪০.১৭ গড়ে।

১৩১টি টেস্টে প্রায় ১২ হাজার রান করেছেন লারা। গড় ৫২.৮৯। টেস্টের ৪০০ রানের বিশ্বরেকর্ড ছাড়াও প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ অপরাজিত ৫০১ রানের ইনিংসটিও লারার ক্রিকেট কেরিয়ারের আর এক অতুলনীয় শৃঙ্গ।

Advertisement