Beta

বিশ্বকাপে সাকিবের যত কীর্তি

২৫ জুন ২০১৯, ০০:৫০ | আপডেট: ২৫ জুন ২০১৯, ০১:০৮

স্পোর্টস ডেস্ক

এবারের বিশ্বকাপটা যেন সাকিবময়। প্রতিটি ম্যাচেই দারুণ সাফল্য পাচ্ছেন তিনি। কখনো বল হাতে, আবার কখনো বল হাতে দলকে সাফল্য এনে দিচ্ছেন। তাতে দারুণ কিছু অর্জন নিজের ঝুলিতে পুরেছেন তিনি। এক নজরে দেখে নেওয়া যাক বিশ্বকাপে সাকিবের যত কীর্তি:

* চলমান বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ১০ ওভার বল করে ২৯ রান দিয়ে পাঁচ উইকেট তুলে নেন সাকিব। এটি সাকিবের ক্যারিয়ারের সেরা বোলিং।

এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে ১০ ওভারে ৪৭ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছিলেন সাকিব।

* বিশ্বকাপে প্রথম ক্রিকেটার হিসেবে এক হাজার রান ও ৩২ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন সাকিব।

* বিশ্বকাপে প্রথম বাংলাদেশি হিসেবে এক ম্যাচে অর্ধশতক করেন এবং পাঁচ উইকেট নেন সাকিব। আর বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় ক্রিকেটার তিনি। এর আগে ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং প্রথম এই কীর্তি গড়েছিলেন।

* আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে সাকিব ব্যাট হাতে ৫১ রান করে রান সংগ্রহের ক্ষেত্রে সবার ওপরে উঠে গেছেন। বিশ্বকাপে এখন তাঁর মোট সংগ্রহ ৪৭৬ রান। সাত ম্যাচে তিনটি হাফঞ্চেুরি ও দুটি সেঞ্চুরিতে এই রান করেন তিনি।

* বিশ্বকাপে এখন পর্যন্ত ২৭ ম্যাচ খেলে ১০১৬ রান করেন সাকিব। প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে এক হাজার রান করেন তিনি।

* বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে সাকিব ওয়ানডেতে ছয় হাজার রানের মাইলফলক গড়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে। বাংলাদেশের জার্সি গায়ে এখন পর্যন্ত ২০৪ ম্যাচে নয়টি সেঞ্চুরি ও ৪৬টি হাফসেঞ্চুরিতে ৬১৯৩ রান করেন তিনি।

Advertisement