Beta

খেলছে পাক-ভারত, টেনশনে স্টার স্পোর্টস!

১৬ জুন ২০১৯, ১৬:২৬

অনলাইন ডেস্ক

বৃষ্টিতে ভেসে গেছে বিশ্বকাপের একাধিক ম্যাচ। এ নিয়ে অনেকেই বিরক্ত। ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাক, এটা কেউই চাইবেন না। অন্তত স্যাটেলাইট টিভি চ্যানেল স্টার স্পোর্টস তো নয়ই। ম্যাচটি যদি বৃষ্টিতে ভেসে যায়, তাহলে প্রায় ১৩৮ কোটি রুপির লোকসান গুনতে হবে স্টার স্পোর্টসকে।

এ ছাড়া ক্ষতির মুখ দেখবে কোকা-কোলা, উবার, ওয়ান প্লাস, এমআরএফ, টাইরেসের মতো প্রতিষ্ঠানগুলো। ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস টুডে এ তথ্য জানিয়েছে।

বিশ্বকাপে অন্য যেকোনো ম্যাচের চেয়ে ভারত-পাকিস্তানের ম্যাচগুলোই দেখেন সর্বাধিক মানুষ। আর সে জন্য বিজ্ঞাপনদাতারা মুখিয়ে থাকেন এই ম্যাচের জন্য। কারণ, এটাই বিজ্ঞাপনদাতাদের বিজ্ঞাপনের সবচেয়ে বড় সুযোগ।

আজকের ম্যাচে বিজ্ঞাপনের সুবাদে স্টার স্পোর্টসের আয় হবে প্রায় ১৩৮ কোটি রুপি। ম্যাচটি পরিত্যক্ত হলে লোকসান হবে পুরোটাই।

বিজ্ঞাপনের জন্য খেলাজুড়ে পাঁচ হাজার ৫০০ সেকেন্ড বরাদ্দ রেখেছে স্টার স্পোর্টস।

মূলত প্রতি সেকেন্ড বিজ্ঞাপন দেখানোর জন্য স্টার স্পোর্টসকে দিতে হয় ১ দশমিক ৬ লাখ থেকে ১ দশমিক ৮ লাখ রুপি। তবে ভারত-পাকিস্তান ম্যাচে এই খরচ বেড়ে দাঁড়ায় ২ দশমিক ৫ লাখ রুপিতে। আর এ জন্যই ভারত-পাকিস্তানের এই ম্যাচটি নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

এদিকে ম্যাচটি পরিত্যক্ত হলে যে বিজ্ঞাপনদাতাদেরই ক্ষতি হবে তা নয়, হতাশ হবেন এ দুই দেশের কোটি কোটি সমর্থক।

Advertisement