Beta

বৃষ্টির সময় ড্রেসিংরুমে কী করছিলেন মাশরাফি-সাকিবরা?

১২ জুন ২০১৯, ১৭:০৯

স্পোর্টস ডেস্ক

বৃষ্টিতে ভেসে গিয়েছিল গতকাল মঙ্গলবারের বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ। পুরো দলের জন্য বিষয়টি হতাশার। তবে বৃষ্টির ফাঁকে গোমরা মুখ করে বসে থাকেননি মাশরাফি সাকিবরা। ড্রেসিংরুমে বাংলাদেশ দলের খেলোয়াড়দের নিয়ে ‘গেম শো’র আয়োজন করেছিল আয়োজকরা।

কী ছিল সেই গেম শোতে? সাত-আটটি কাগজের টুকরায় বিভিন্ন ক্রিকেটারদের নাম লিখে একটি পাত্রে রাখা হয়। খেলার নিয়ম হলো, একটি করে কাগজ তুলতে হবে এবং যে ক্রিকেটারের নাম লেখা থাকবে তার সেরা অ্যাকশন নকল করে দেখাতে হবে।

এই গেম’শোতে প্রথম কাগজ তোলেন সাকিব আল হাসান। কাগজে লেখা নাম দেখেই হাসতে থাকেন তিনি। এরপর নিজের অ্যাকশন নকল করে দেখান সাকিব। সাকিবের নকল অ্যাকশন দেখে মুশফিক বলেন, ‘এই অ্যাকশন আমার।’

সাকিবের পর কাগজ তোলেন পেসার রুবেল হোসেন। যেই ক্রিকেটারের নাম উঠে তাঁর অ্যাকশন নকল করেন রুবেল। মুশফিক বলেন দিলেন, ‘এটি মুরালিধরনের অ্যাকশন।’

এরপর কাগজ তোলেন মুশফিক। কাগজে নাম উঠা ক্রিকেটারের অ্যাকশন নকল করেন মুশি। তাঁর নকল অ্যাকশন সম্পর্কে সাকিব বলেন, ‘এটি ক্রিস গেইলের শট।’

এরপর সাকিব আবার একটি কাগজ তোলেন। কাগজে উঠা ক্রিকেটারের নাম দেখে নিজের দুই হাটুঁতে হাত বোলাতে থাকেন সাকিব। তা দেখে উত্তর দেন মুশফিক। বলেন, ‘প্লেয়ার ইজ মাশরাফি বিন মুর্তজা।’

মাশরাফির নাম উঠতেই এরপর কাগজ তোলেন বাংলাদেশ অধিনায়ক। কাগজে লেখা খেলোয়াড়ের নাম দেখেই ‘ফ্লাইং কিস’ অভিনয় করেন মাশরাফি। তা দেখেই স্পিনার মেহেদী হাসান মিরাজ বলেন, ‘মাহমুদউল্লাহ ।’ সেঞ্চুরির পর ‘ফ্লাইং কিস’ দিয়েই নিজের দুর্দান্ত মুহূর্তকে উদযাপন করে থাকেন মাহমুদউল্লাহ।

এরপর দুবার কাগজ তুলে পাকিস্তানের ওয়াসিম আকরাম ও ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারার অ্যাকশন নকল করেন মিরাজ। আকরামের অ্যাকশন সহজে বলে দিলেও, লারার অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন মাশরাফি। বলেন, ‘ব্রায়ান লারা ওইরম করত নাকি, ব্যাডা ফাগল। পুল দেখায় এ রকম (লারার মতো পুল শট করে দেখান মাশরাফি)।’ আর এর পরই শেষ হয় টাইগারদের গেম শো।

Advertisement