Beta

অনন্য কীর্তি গড়লেন মাশরাফি

১৪ মে ২০১৯, ২০:৩৫

স্পোর্টস ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেটে ‘কুলিন অধিনায়ক’ ক্লাবের সদস্য হলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। গতকাল সোমবার ত্রিদেশীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে পাঁচ উইকেটে হারিয়ে অনন্য কীর্তি গড়লেন নড়াইল এক্সপ্রেস। অধিনায়ক হিসেবে ওয়ানডেতে ম্যাচ জয়ের ক্ষেত্রে নিউজিল্যান্ডের সাবেক দলপতি ড্যানিয়েল ভেট্টোরিকে পেছনে ফেললেন তিনি। ম্যাচ বিবেচনায় পিছনে ফেলেছেন ভারতের রাহুল দ্রাবিড়কেও।

বাংলাদেশের অধিনায়ক ৭৫টি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিয়ে ৪২ ম্যাচ জিতিয়েছেন দলকে। আর ভেট্টোরির নেতৃত্বে ৪১ ম্যাচ জয় পায় কিউইরা। এ ছাড়া ভারতের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়ের পাশে আছেন মাশরাফি। দ্রাবিড় যেখানে ভারতকে ৭৯ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৪২ জয় এনে দিয়েছেন।

এদিকে মাশরাফি কিংবদন্তি পেসার ওয়াকার ইউনিসকে ছুঁয়ে ফেলেছেন। ওয়ানডেতে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি উইকেট শিকারের তালিকায় পাকিস্তানের সাব্কে তারকাকে ধরে ফেলেছেন তিনি।

গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন উইকেট নিয়েই মাশরাফি ধরে ফেললেন ওয়াকারকে। অধিনায়ক হিসেবে খেলা ৭৫ ওয়ানডেতে মাশরাফির উইকেট সংখ্যা এখন ৯৭। ওয়াকার অধিনায়ক হিসেবে ৬২ ম্যাচ খেলে সমান সংখ্যক উইকেট শিকার করেন।

এই তালিকায় শীর্ষে আছেন পাকিস্তানের আরেক কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম।  তিনি ১০৯ ম্যাচে খেলে পকেটে পুরেন ১৫৮ উইকেট। দক্ষিণ আফ্রিকাকে ৯৭ ম্যাচে নেতৃত্ব দিয়ে শন পোলক নেন ১৩৪ উইকেট। তালিকায় দ্বিতীয় স্থানে আছেন তিনি।

সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক ইমরান খান দলনায়ক হিসেবে ১৩৯ ম্যাচ খেলে ১৩১ উইকেট ঝুলিতে ভরে তৃতীয় স্থানে আছেন। মাশরাফি আছেন পঞ্চম স্থানে।

Advertisement