Beta

‘মেসি কতটা দুর্দান্ত, সামনে থেকে দেখা দারুণ অভিজ্ঞতা’

০৯ এপ্রিল ২০১৯, ১২:৫৬

স্পোর্টস ডেস্ক

ক্রিকেট মাঠে বহু বছর প্রতিপক্ষের বোলারদের নাভিশ্বাস তুলেছেন। তাঁকে আউট করার চিন্তায় অসংখ্য নির্ঘুম রাত কাটিয়েছেন বোলাররা। চরম বিপর্যয়ে মাথা ঠান্ডা রাখা আর দলকে জেতানোর চোয়ালবদ্ধ প্রতিজ্ঞার কারণে বিখ্যাত হয়েছিলেন। অবসরের পরও ক্রিকেট মাঠে রয়ে গেছেন কোচের ভূমিকায়। তবে সম্প্রতি ফুটবল মাঠে হাজির হয়ে সবাইকে চমকে দিয়েছেন ভারতের বিশ্ববিখ্যাত ব্যাটসম্যান। তা-ও যেনতেন ফুটবল ক্লাবের মাঠে হাজির হননি তিনি, ফুটবলের মহাতারকা লিওনেল মেসির বার্সেলোনায় দেখা গেছে তাঁকে।  বলা হচ্ছে, ‘দি ওয়াল’ খ্যাত রাহুল দ্রাবিড়ের কথা।

রোববার রাতে স্প্যানিশ লা লিগা চ্যাম্পিয়ন ও এবারের মৌসুমে শীর্ষে থাকা বার্সেলোনা মুখোমুখি হয়েছিল লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদের। বার্সার মাঠ ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত ম্যাচটা মাঠে বসে দেখেন ভারতের বিখ্যাত ক্রিকেটার রাহুল দ্রাবিড়। এ সময় তাঁর পরিবারের সদস্যরাও সঙ্গেই ছিলেন। বহুদূর থেকে স্পেনে উড়ে যাওয়াটা বৃথা যায়নি দ্রাবিড়ের। পছন্দের দল বার্সেলোনা ২-০ গোলে অ্যাথলেটিকোকে হারিয়ে জয়ের আনন্দ উপহার দিয়েছে ভারতীয় তারকাকে।

ম্যাচশেষে বার্সেলোনা ক্লাবের সভাপতি হোসেপ মারিয়া বার্তোমেউর সঙ্গে সাক্ষাৎ হয়েছে রাহুল দ্রাবিড়ের। ক্রিকেট মাঠের বিশ্বমাতানো সুপারস্টারকে কাছে পেয়ে বার্সার সভাপতিও দারুণ সৌজন্য দেখিয়েছেন। দ্রাবিড়ের নাম লেখা কাতালান জার্সি আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে তুলে দেন বার্সা বস। ভারতীয় তারকাও জাসিমুখে জার্সিটা গ্রহণ করেন।

মূলত লিওনেল মেসির ভক্ত দ্রাবিড় মাঠে বসে প্রিয় তারকার খেলা দেখে মুগ্ধ হয়েছেন। ম্যাচে গোল করে মেসিও প্রত্যাশার পুরোটাই মিটিয়ে দিয়েছেন।  চোখের সামনে আর্জেন্টাইন জাদুকরের অবিশ্বাস্য ফুটবলশৈলী দেখে দ্রাবিড় বলেন, ‘বল পায়ে মেসি কতটা দুর্দান্ত, সেটা সামনে থেকে দেখা একটা দারুণ অভিজ্ঞতা। বল পায়ে না থাকলেও মাঠে ফাঁকা জায়গা খুঁজে নিতে সচেষ্ট থাকে সে। এটা অবিশ্বাস্য অভিজ্ঞতা। আমার মনে হয় না, ফুটবল ইতিহাসে ওর চেয়ে ভালো কেউ এসেছে।’

Advertisement