শনিবার দেশে ফিরবে বাংলাদেশ ক্রিকেট দল

Looks like you've blocked notifications!
আজ শুক্রবার জুমার নামাজের সময় নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলার সময় অল্পের জন্য রক্ষা পান বাংলাদেশের ক্রিকেটাররা। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা কাল শনিবার নিউজিল্যান্ড থেকে দেশের উদ্দেশে রওনা হবেন।

আজ শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর তৃতীয় ও শেষ টেস্ট বাতিল করা হয়। শনিবার ওই টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

দলের ম্যানেজার খালেদ মাসুদ জানান, শনিবার স্থানীয় সময় দুপুর ১২টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নিউজিল্যান্ড ত্যাগ করবেন বাংলাদেশের ক্রিকেটাররা। রাত ১০টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময়) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বাংলাদেশ দলকে বহনকারী বিমানটি।

পুরো দলের টিকিট পেতে প্রথমে সমস্যা হলেও পরে সবার টিকিটের ব্যবস্থা হয়ে গেছে এবং সবাই একসাথে দেশে ফিরছেন।

ঘটনার সময় বাংলাদেশ ক্রিকেট দলের বাস ৫০ গজ দূরে ছিল। এ ঘটনায় বাংলাদেশ দলের ক্রিকেটাররা মারাত্মকভাবে মর্মাহত হয়েছেন বলে জানান দলের ম্যানেজার খালেদ মাসুদ।

হামলায় তিন বাংলাদেশিসহ ৪৯ জন নিহত হয়েছেন।