সতীর্থরা অক্ষত থাকায় সাকিবের স্বস্তি

Looks like you've blocked notifications!

ক্রাইস্টচার্চের একটি মসজিদে বন্দুকধারীর ভয়াবহ হামলার ঘটনায় বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা সবাই অক্ষত অবস্থায় রক্ষা পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন সাকিব আল হাসান। পাশাপাশি ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারগুলোকে সমবেদনা জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। শুক্রবার সংঘটিত এই হামলায় এখন পর্যন্ত ৪৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় জুমার নামাজ পড়তে যাওয়া বাংলাদেশ দলের ক্রিকেটাররা অল্পের জন্য প্রাণে রক্ষা পান। নিজের ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে কাপুরুষোচিত এ ঘটনার নিন্দা জানিয়েছেন সাকিব।

বাংলাদেশ টেস্ট দলের নিয়মিত অধিনায়ক সাকিব ইনজুরির কারণে এবারের নিউজিল্যান্ড সফর থেকে ছিটকে গেছেন। কিন্তু দলের ক্রিকেটাররা নিউজিল্যান্ডে এমন ভয়ংকর অভিজ্ঞতার মুখোমুখি হবেন, এটা হয়তো ভাবতে পারেননি সাকিব। ক্রিকেটাররা আজ যে মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন, সেখানেই চালানো হয় হামলা। হামলায় বহু নিরপরাধ মুসল্লির প্রাণহানির ঘটনায় ব্যথিত সাকিব ফেসবুক বার্তায় লিখেন, ‘যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডই দুঃখজনক। ব্যাপারটা আরো শোচনীয় হয় যখন সন্ত্রাসী কার্যক্রম চালানো হয় কিছু নিষ্পাপ প্রার্থনারত মানুষের ওপর। দুর্ঘটনায় নিহত সব বিদেহী আত্মার শান্তি কামনা করছি। কাপুরুষোচিত এই ঘটনায় স্বজন হারানো শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাচ্ছি সমবেদনা।’

এ ঘটনায় জাতীয় দলের সতীর্থ ক্রিকেটাররা অক্ষত অবস্থায় রক্ষা পাওয়ায় আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছেন সাকিব। ক্রিকেটাররা দ্রুত দেশে ফিরে আসুক, এ কামনা জানিয়ে নিজের ফেসবুক বার্তায় সাকিব আরো বলেন, ‘মহান আল্লাহকে ধন্যবাদ আমাদের দলের প্রত্যেক ক্রিকেটারকে হামলা থেকে নিরাপদে রাখার জন্য। যত দ্রুত সম্ভব নিরাপদে যেন তারা দেশে ফেরে, সেই কামনাই থাকল।’