Beta

ভয়াবহ ঘটনায় ফিরে আসছে বাংলাদেশ দল

১৫ মার্চ ২০১৯, ১১:১৫ | আপডেট: ১৫ মার্চ ২০১৯, ১৮:২৮

স্পোর্টস ডেস্ক

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালের একটি মসজিদে ভয়াবহ হামলার ঘটনায় বাংলাদেশ ও নিউজিল্যান্ডের তৃতীয় টেস্ট বাতিল করা হয়েছে। ভয়ংকর এই হামলার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দলকে দ্রুত দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। ফলে সফর অসমাপ্ত রেখেই দেশে ফিরে আসছে বাংলাদেশ দল। বিসিবি সূত্র জানিয়েছে, সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে যে ফ্লাইট পাওয়া যাবে, সে ফ্লাইটেই দেশে ফিরিয়ে আনা হবে দলের ক্রিকেটারদের।

আজ শুক্রবার ক্রাইস্টচার্চ স্টেডিয়ামসংলগ্ন স্টেডিয়ামে এ হামলার ঘটনা ঘটে। সেই মসজিদেই জুমার নামাজ আদায়ের জন্য গিয়েছিলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। শুধু ভাগ্যের জোরে বড় ধরনের বিপর্যয় থেকে বেঁচে যান দলের ক্রিকেটাররা। মসজিদটির ভেতরে বন্দুকধারীর হামলায় এখন পর্যন্ত ৪৯ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তার সূত্রে জানা গেছে, এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া না হলেও ক্রিকেটারদের ফিরিয়ে আনা হচ্ছে, এটা নিশ্চিত। বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন আজ দুপুরে সংবাদমাধ্যমকে বিস্তারিত জানাবেন।

Advertisement