‘ইতিবাচক অনেক কিছু নিয়ে দ্বিতীয় টেস্টে খেলব’

Looks like you've blocked notifications!

তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে হ্যামিল্টনে এক ইনিংস ও ৫২ রানের বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে বড় স্কোর করা সত্ত্বেও প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতার কারণে বাজেভাবে হারতে হয়েছে দলকে। বোলিংয়েও আহামরি কিছু করতে পারেননি দলের বোলাররা। অধিনায়ক কেন উইলিয়ামসনের দ্বিশতক ছাড়াও সেঞ্চুরি করেছেন দুই কিউই ওপেনার। তবে দুই ইনিংসেই তামিমের নজরকাড়া ব্যাটিং আর দ্বিতীয় ইনিংসে সৌম্য সরকার ও অধিনায়ক রিয়াদের সেঞ্চুরি পরের টেস্টে দলের জন্য ইতিবাচক মানসিকতা বয়ে আনবে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ।

নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ইনজুরির জন্য খেলতে পারেননি। তাঁর অনুপস্থিতিতে বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করা মাহমুদউল্লাহ ম্যাচ শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বলেন, ‘ওরা খুব ভালো জায়গায় বল করেছে। তবে ওদের পরিকল্পনাটা আমরা বুঝতে পেরেছিলাম। সৌম্য আর আমার পার্টনারশিপটা বেশ ভালো হয়েছিল। প্রতি ওভারেই ৫-৬ রান করে আসছিল। ব্যাটসম্যানদের মধ্যে কেউ আরেকজন বড় স্কোর পেলে এই টেস্টের ফল ভিন্ন হতে পারত। তবে ইতিবাচক অনেক কিছু নিয়ে দ্বিতীয় টেস্টে নামব আমরা।’   

প্রথম ইনিংসে কিউই পেসাররা শরীর তাক করে একের পর এক বাউন্সার ছুড়েছেন। ক্রমাগত শর্ট বলের সামনে অসহায় আত্মসমর্পণ করে আসা ব্যাটসম্যানদের ভিড়ে উজ্জ্বল ব্যতিক্রম ছিলেন তামিম ইকবাল। প্রথম ইনিংসে দুর্দান্ত ১২৬ রানের পর দ্বিতীয় ইনিংসেও আত্মবিশ্বাসী ৭৪ রান করেন বাঁহাতি ব্যাটসম্যান। তামিমের প্রশংসা করে মাহমুদউল্লাহ বলেন, ‘তামিম আমাদের দলে সবচেয়ে ভালো পুল আর হুক শট খেলে। দুইটা ইনিংসে ও যেভাবে নিউজিল্যান্ডের বোলারদের মোকাবিলা করেছে, সেটা আমাকেও অনুপ্রাণিত করেছে। আমাদের মনে আস্থা জন্মেছিল, উইকেটে টিকে থাকতে পারলে ভালো কিছু সম্ভব। তাই চেয়েছিলাম সহজে উইকেটটা না দিয়ে আসতে।’

নিউজিল্যান্ডের বোলিং লাইনের আক্রমণের কৌশল অনেকটাই বোঝা গেছে জানিয়ে ডানহাতি এই ব্যাটসম্যান বলেন, ‘ওরা নতুন বলে সুইং করানোর চেষ্টা করে। আর বল একবার পুরোনো হলেই ক্রমাগত শর্ট বল করতে থাকে। ওদের এই কৌশলটা সম্পর্কে মোটামুটি ভালো একটা আইডিয়া হয়ে গেছে।’