মেসির চেয়েও এমবাপ্পেকে সামলানো কঠিন?

Looks like you've blocked notifications!

ফুটবল মাঠে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে দ্যুতি ছড়িয়েছেন তরুণ বয়সেই। দুরন্ত গতির এই ফরোয়ার্ড এরই মধ্যে ফ্রান্সের হয়ে জিতে নিয়েছেন বিশ্বকাপ ট্রফিটাও। রাশিয়ায় অনুষ্ঠিত বিশ্ব আসরে তাঁর স্কিলের ঝলক দেখেছে গোটা দুনিয়া। পিএসজির হয়ে অব্যাহত রেখেছেন চমক দেওয়া। কিন্তু তাই বলে কি আর্জেন্টাইন সুপারস্টার মেসির চেয়েও এমবাপ্পে প্রতিপক্ষের রক্ষণভাগে বেশি বিপজ্জনক একজন? অলিম্পিক লিঁওর ডিফেন্ডার মার্সেলোর মতে, ফ্রান্স তারকাই রক্ষণভাগের খেলোয়াড়দের জন্য অধিক হুমকি হয়ে আসে।

ফরাসি লিগের দল অলিম্পিক লিঁওর ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক মার্সেলো মেসি ও এমবাপ্পে দুজনকেই সামলেছেন। সম্প্রতি লিগ-ওয়ানে পিএসজির সঙ্গে মোকাবিলায় এমবাপ্পের আক্রমণ ঠেকানোর দায়িত্ব পালন করেছেন। মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার সঙ্গে খেলেছে লিঁও। সে ম্যাচে লিওনেল মেসিকেও পরখ করেছেন কাছে থেকে। দুজন বিশ্বসেরা ফরোয়ার্ডকে সামলানোর অভিজ্ঞতা থেকে রক্ষণভাগের এই খেলোয়াড় বলেছেন, এমবাপ্পেকে সামলানোটাই বেশি কষ্টসাধ্য মনে হয়েছে তাঁর কাছে।

ফুটবলবিষয়ক একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মার্সেলো বলেছেন, ‘আমি এই মৌসুমে এমবাপ্পেকে সামলাতে হিমশিম খেয়েছি। তাঁর তুলনায় মেসিকে সামলানো কিছুটা সহজ মনে হয়েছে। কিন্তু গতি, মাঠে জায়গামতো অবস্থান এবং মুখোমুখি লড়াইয়ে এমবাপ্পেকে সবচেয়ে দুর্দান্ত মনে হয়েছে।’

ফ্রান্সের বিশ্বকাপজয়ী খেলোয়াড়কে আরো কিছু প্রশংসায় ভাসিয়েছেন মার্সেলো। বলেছেন, ভবিষ্যতে বিশ্বসেরা খেলোয়াড় হওয়ার সব যোগ্যতা রয়েছে এমবাপ্পের। আশাবাদ ব্যক্ত করে বলেছেন, ‘আমার মনে হয় দ্রুতই বিশ্বের সেরা খেলোয়াড় হবে কিলিয়ান। মেসি আর রোনালদোর সঙ্গে তুলনা করলে কয়েকটা জায়গায় তাঁর উন্নতির সুযোগ আছে। তবে খুব দ্রুত এগিয়ে যাচ্ছে সে।’