বোলারদের সমালোচনা আর সাব্বিরের প্রশংসায় মাশরাফি

Looks like you've blocked notifications!

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে আজ ৮৮ রানে হেরে গেছে বাংলাদেশ দল। এই পরাজয়ে টানা তিন ম্যাচ হেরে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হলো টাইগাররা। স্বভাবতই হতাশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ম্যাচশেষে পরাজয়ের কারণ হিসেবে কিউই ইনিংসের গুরুত্বপূর্ণ সময়ে বোলারদের ব্যর্থতা ও রান তাড়া করতে নেমে শুরুতেই দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে ফেলাকে দায়ী করেছেন তিনি।

ডানেডিনে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আগের দুই ম্যাচে চরম ব্যর্থ হলেও আজ ৫৯ রানের মধ্যে দুই কিউই ওপেনারকে সাজঘরে ফেরত পাঠান দলের বোলাররা। কিন্তু এরপর আর চাপটা অব্যাহত রাখতে পারেননি বোলাররা। মিডলঅর্ডারের দৃঢ়তায় ৩৩০ রানের বিশাল এক পুঁজি পেয়ে যায় নিউজিল্যান্ড। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে মাশরাফি বলেন, ‘বোলিংয়ে ৩৫তম ওভার পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। কিন্তু এরপর প্রয়োজনের মুহূর্তে আমরা উইকেট নিতে পারিনি। শেষদিকে ওরাও ভালো ব্যাট করেছে। বিশেষ করে নিশামের ব্যাটিংয়ের কারণে পিছিয়ে গেছি আমরা।’

সিরিজে টানা তিন ম্যাচ হেরে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। নিজের হতাশা প্রকাশ করে মাশরাফি জানিয়েছেন, ‘আমরা খুবই হতাশ। এমন পারফরম্যান্সে ছেলেরা সবাই হতাশ। তবে সাব্বির দুর্দান্ত একটা সেঞ্চুরি করেছে। আজকের ম্যাচে এটা আমাদের জন্য ইতিবাচক একটা প্রাপ্তি।’ 

ওয়ানডে সিরিজে ব্যর্থ হলেও সামনে বড় পরীক্ষা বাংলাদেশের জন্য। আগামী ২৮ ফেব্রুয়ারি হ্যামিল্টনে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা।