তৃতীয় ম্যাচের আগে বিশ্বকাপ ভাবনা মাশরাফির

Looks like you've blocked notifications!

আগামীকাল তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচেই আগে ব্যাট করে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে গেছে দল। নেপিয়ার ও ক্রাইস্টচার্চে দলের ব্যাটিং অধিনায়কের প্রত্যাশা মেটাতে পারেনি। এ বছরের মে মাসে বসবে ওয়ানডে বিশ্বকাপ আসর। ডানেডিনে তৃতীয় ওয়ানডে ম্যাচ সামনে রেখে মাশরাফি বলেছেন, বিশ্বকাপের আগে এটাই শেষ ম্যাচ টাইগারদের। তাই ভালো কিছু করার আলাদা তাগিদ অনুভব করছেন তিনি।

তৃতীয় ম্যাচের আগে সংবাদমাধ্যমকে বাংলাদেশ অধিনায়ক জানিয়েছেন, ‘ডানেডিনের উইকেটটা ব্যাটিংয়ের জন্য দুর্দান্ত মনে হচ্ছে। এখানে আগেও বড় স্কোর হয়েছে। প্রথম দুই ম্যাচে আমরা ভালো ব্যাটিং করিনি। আগামীকালের ম্যাচে টপঅর্ডারে ব্যাটিং ভালো হলে দারুণ কিছু হতে পারে।’

বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে সিরিজ খেলবে বাংলাদেশ। তবে কিউইদের বিপক্ষে তৃতীয় ম্যাচটাকেই বিশ্বকাপের আগে দলের শেষ ওয়ানডে ভাবতে চান মাশরাফি। বিশ্বকাপে এই সফরের দল থেকে তেমন পরিবর্তন আসবে না জানিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘আয়ারল্যান্ডে আমাদের বিশ্বকাপ দলটাই যাবে। এ কারণে বিশ্বকাপের আগে এই ম্যাচটাকে শেষ ম্যাচ ভাবতে চাই। দলের সবাই যথেষ্ট অভিজ্ঞ এবং ওয়ার্ল্ড কাপ দলে এখান থেকে খুব বেশি পরিবর্তন হয়তো আসবে না।’

নিজেদের মাটিতে কিউইরা কঠিন এক প্রতিপক্ষ জানিয়ে মাশরাফি বলেছেন, ‘আমরা গত আয়ারল্যান্ড সফর ও চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডকে হারিয়েছিলাম। কিন্তু নিজেদের মাটিতে ওরা খুবই শক্তিশালী। এবারের সফরে প্রথম দুটি ম্যাচ যেভাবে চেয়েছিলাম সেভাবে খেলতে পারিনি। তবে একটা ম্যাচ এখনো বাকি, আর উইকেটটাও খুব ভালো। আশা করছি, এই ম্যাচে ভালো কিছু করে আত্মবিশ্বাস নিয়ে আয়ারল্যান্ড সফর ও বিশ্বকাপ খেলতে যেতে পারব।’