ইংল্যান্ড যুবাদের হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

Looks like you've blocked notifications!

লক্ষ্যটা বেশ বড়ই, ৩৩৩ রান। সফরকারী ইংল্যান্ড যুব দলের বিপক্ষে এই বিশাল লক্ষ্য তাড়া করেও দারুণ জয় তুলে নিয়েছে বাংলাদেশ যুবদল। মাহমুদুল হাসানের দারুণ সেঞ্চুরিতে এই ম্যাচে স্বাগতিক বাংলাদেশ জিতেছে তিন উইকেটে।

এই দারুণ জয়ে যুব টেস্ট সিরিজে ইংলিশদের হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। মাহমুদুলের ১১৪ রানের চমৎকার সেঞ্চুরি দলের জয়টা সহজ করে দিয়েছে।

টেস্ট সিরিজের আগে তিন ম্যাচের যুব ওয়ানডে সিরিজেও ইংলিশদের হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে আগেরদিনের ৩৪ রান নিয়ে আজ সোমবার শেষ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। জয়ের জন্য প্রয়োজন ছিল আরো ২৯৯ রান। মাহমুদুলের সেঞ্চুরির সঙ্গে ওপেনার তানজিদ ৫১ ও পারভেজ হোসেনের ৩৭ রান দলের জয়ে গুরুত্ব্পূর্ণ অবদান রাখে।

এর আগে প্রথম ইনিংসেও ৭৬ রান করেছিলেন মাহমুদুল। তাই ম্যাচসেরার পুরস্কার পান তিনি। প্রথম ম্যাচে নয় ও দ্বিতীয় ম্যাচে সাত উইকেট নিয়ে সিরিজসেরা হন  মিনহাজুর রহমান।