অভিষেকেই দারুণ কীর্তি লঙ্কান স্পিনারের

Looks like you've blocked notifications!

শ্রীলঙ্কার চতুর্থ বোলার হিসেবে টেস্ট অভিষেকেই পাঁচ উইকেট নিলেন বাঁ-হাতি স্পিনার লাসিথ এম্বুলদেনিয়া। ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় ইনিংসে ৬৬ রানে পাঁচ উইকেট নেন তিনি।

এর আগে শ্রীলঙ্কার হয়ে অভিষেকেই পাঁচ বা ততোধিক উইকেট নিয়েছিলেন কোশালা কুরুপুয়ারাচ্চি উপুল চন্দনা ও আকিলা ধনঞ্জয়া।

১৯৮৬ সালে প্রথম এই কীর্তি গড়েন কুরুপুয়ারাচ্চি। পাকিস্তানের বিপক্ষে কলম্বো ক্রিকেট গ্রাউন্ডে ৪৪ রানে পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি।

১৯৯৯ সালে শ্রীলঙ্কার হয়ে দ্বিতীয়বারের মতো কীর্তি গড়েন চন্দনা। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ১৭৯ রানে ছয় উইকেটে নিয়েছিলেন চন্দনা।

এরপর গেল বছর ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে নিজের অভিষেক টেস্টে ২৪ রানে পাঁচ উইকেট নিয়েছিলেন ধনঞ্জয়া।