তারপরও জয়ের স্বপ্ন মাশরাফির

Looks like you've blocked notifications!

বাংলাদেশ দলের সেরা অস্ত্র সাকিব আল হাসান থাকছেন না ওয়ানডে সিরিজে। হাতের আঙুলে চোটে আক্রান্ত হয়ে নিউজিল্যান্ড সফরের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে পড়েন তিনি। তিনি না থাকাটা দলের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তারপরও দলে যাঁরা আছেন, তাঁদের নিয়ে লড়াই করার আশাবাদ বাংলাদেশ অধিনায়কের কণ্ঠে। নিউজিল্যান্ডের কন্ডিশন কঠিন, তারপরও ওয়ানডে সিরিজ জয়ের স্বপ্ন দেখছেন তিনি। নেপিয়ারে তিন ম্যাচ সিরিজের প্রথমটি শুরু হবে আগামীকাল বুধবার বাংলাদেশ সময় সকাল ৭টায়।

সাকিবের অনুপস্থিতিতে ওয়ানডে সিরিজ দ্বিগুণ কঠিন বলেও মনে করেন মাশরাফি, ‘আমরা সবাই জানি, নিউজিল্যান্ডের কন্ডিশন সব সময়ই কঠিন। তবে সাকিবকে হারিয়ে আমাদের সামনে এখন দ্বিগুণ চ্যালেঞ্জ।’

সাকিব ছাড়া যেভাবে দল খেলেছে, সেই অভিজ্ঞতা কাজে লাগানোর কথা মনে করিয়ে দিতে ভুল করেননি মাশরাফি, ‘দলে সাকিবের প্রয়োজনীয়তা কতটুকু, তা বলার প্রয়োজন নেই। গেল বছর তাঁকে ছাড়া আমরা বেশ কয়েকটি ম্যাচ খেলেছি, ফলে আমাদের ভিন্ন ধরনের অভিজ্ঞতা হয়েছে। এই অভিজ্ঞতা নিউজিল্যান্ড সফরে কাজে লাগাতে চাই। এশিয়া কাপে সাকিবকে ছাড়া আমরা খেলেছি। তাই আমাদের যা আছে, তা নিয়েই এখানেও ভালো খেলতে চাই।’

তারপরও ওয়ানডে সিরিজ জয়ের স্বপ্ন দেখছেন বাংলাদেশ অধিনায়ক, ‘ওয়ানডে সিরিজ জয় সম্ভব, আমরা জিততে পারব না এটি সত্যি নয়। সাকিবের না থাকা অনেক কঠিন করে দিয়েছে সম্ভাবনাকে, কিন্তু সম্ভব। এটি করার জন্য আমাদের বিশ্বাস ও মানসিকভাবে শক্ত থাকা দরকার এবং পাশাপাশি আমাদের পরিকল্পনাগুলো সঠিকভাবে কার্যকর করার প্রয়োজন আছে। যদি আমরা তা পারি, তবে সম্ভব হবে।’

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ জয় ২০১৭ সালের জুনে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে। কার্ডিফের ওই ম্যাচ জয়টি বাংলাদেশের জন্য বড় একটি পাওয়া ছিল। কারণ, সে জয়ই প্রথমবারের মতো আইসিসির কোনো টুর্নামেন্টের সেমিফাইনালে তুলেছিল বাংলাদেশকে। এবারের সিরিজে কেমন করে, সেটাই দেখার।

বাংলাদেশের দল : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও সাব্বির রহমান।

নিউজিল্যান্ড দল : কেন উইলিয়ামসন (অধিনায়ক, প্রথম দুই ম্যাচ), টড অ্যাস্টল, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, লুকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম ল্যাথাম, কলিন মানরো, জেমস নিশাম, হেনরি নিকোলস, রস টেলর, মিচেল স্যান্টনার ও টিম সাউদি।