নিউজিল্যান্ড সফর থেকে ছিটকে গেলেন সাকিব

Looks like you've blocked notifications!

মাত্রই বিপিএলের ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ পুরস্কার জিতেছিলেন সাকিব আল হাসান। ফাইনালে তাঁর দল ঢাকা ডায়নামাইটস হেরে গেলেও ব্যক্তিগত প্রাপ্তিতে কিছুটা দুঃখ ঘোচানোর উপলক্ষ পেতে পারতেন সাকিব। কিন্তু আরো বড় দুঃসংবাদ যে অপেক্ষা করছিল তাঁর জন্য, সেটা হয়তো ভাবেননি নিজেও। ফাইনালে আঙ্গুলে পাওয়া চোটের কারণে নিউজিল্যান্ড সফর থেকে ছিটকে গেছেন বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে জানিয়েছে, চোটের কারণে নিউজিল্যান্ড সফরে ওয়ানডে সিরিজ মিস করছেন সাকিব। তবে বিসিবির চিকিৎসক জানিয়েছেন, অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বাঁহাতি অলরাউন্ডারকে। এরপর পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে ফিরে আসতে আরো সময় লাগবে তাঁর। ফলে টেস্ট সিরিজটাও মিস করার সমূহ সম্ভাবনা তাঁর। এক কথায় কিউইদের সাথে বাংলাদেশের হয়ে সাকিবের খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ।

কাল বিপিএলের ফাইনালে ঢাকার হয়ে ব্যাটিংয়ের সময় আঙ্গুলে চোট পান সাকিব। কুমিল্লার পেস বোলার থিসারা পেরেরার বলে পুল করতে গিয়ে বাঁ হাতের অনামিকায় আঘাত লাগে তাঁর। গ্লাভস থাকা সত্ত্বেও ব্যথা গুরুতর হওয়ায় ম্যাচের পর স্ক্যান করা হয়। পরীক্ষায় চিড় ধরা পড়ে আঙ্গুলের হাড়ে। চিকিৎসকের পরামর্শ মতে, আগামী তিন সপ্তাহ নড়াচড়া করাতে পারবেন না হাতের আঘাত পাওয়া স্থানটা। তাই নিউজিল্যান্ড সফরের পুরোটা সম্ভবত দেশে বসেই কাটাতে হবে সাকিবকে।