টস জিতে ফিল্ডিংয়ে সাকিবের ঢাকা

Looks like you've blocked notifications!

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে শিরোপার লড়াইয়ে মাঠে নামছে ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ানস। আজ শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ে নামছে সাকিব আল হাসানের ঢাকা।

এবারের আসরে লিগ পর্বে দুবার ঢাকাকে হারানোর অভিজ্ঞতা আছে কুমিল্লার। ফাইনালের আগে তাই সেই সুখস্মৃতি মনে রেখে মানসিকভাবে এগিয়ে থাকবে কুমিল্লা।

এদিকে লিগ পর্বে কুমিল্লার কাছে পরাজিত হলেও ফাইনাল ম্যাচে ছাড় দিয়ে কথা বলবে না ঢাকা। নির্ভার থেকে ম্যাচটা উপভোগ করতে চাইবে তারা। কারণ, তাদের বেশ কিছু শক্তির জায়গা রয়েছে।

অধিনায়ক সাকিব আল হাসানের নেতৃত্বাধীন ঢাকা ডায়নামাইটস কিয়েরন পোলার্ড, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, উপুল থারাঙ্গা ও রুবেল হোসেনদের নিয়ে গড়া দুর্দান্ত একাদশ।

অপরদিকে অধিনায়ক ইমরুল ছাড়াও তামিম ইকবাল, শহীদ আফ্রিদি, থিসেরা পেরেরা, এভিন লুইস ও ওয়াহাব রিয়াজের মতো ক্রিকেটারদের সমন্বয়ে কুমিল্লাও যথেষ্ট ভারসাম্যপূর্ণ।