Beta

নতুন ইতিহাস গড়লেন মেসি

১৪ জানুয়ারি ২০১৯, ১৪:১২

স্পোর্টস ডেস্ক

লা লিগায় ক্যারিয়ারের ৪০০তম গোল করার রেকর্ড গড়েছেন লিয়নেল মেসি। তাঁর এই গোলের সঙ্গে লুইস সুয়ারেজের দুই গোল মিলিয়ে এইবারের বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয় তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। এই জয়ের সবুবাদে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে কাতালানরা।

এই ম্যাচের বার্সার জয়ের চেয়ে বেশি আলোচনা ছিল মেসির রেকর্ড। প্রথম খেলোয়াড় হিসেবে লা লিগায় ৪০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন তিনি।

স্প্যানিশ ৪৩৫ ম্যাচ খেলে দারুণ এই কীর্তি গড়েন মেসি। যাতে ৮৩ ম্যাচে গোল করেছেন দুটি করে আর হ্যাটট্রিক করেছেন ৩১ বার।

২০০৪ সালে লা লিগায় অভিষেক হয়েছিল মেসি। লা লিগার ৯০ বছরের ইতিহাসে সেরা গোলদাতাদের তালিকাতেও বেশ বড় ব্যবধানে এগিয়ে শীর্ষে আছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

গতকালের ম্যাচটিতে মেসির পারফরম্যান্স ছিল সাম্প্রতিক সময়ে অন্যতম সেরা পারফরমেন্স। সুয়ারেজের সহায়তায় তিনি গোলও করেছেন। তবে প্রথম গোলেও মেসির প্রচ্ছন্ন সহায়তা ছিল।                                                                                                    

দিনের আরেক ম্যাচে রিয়াল মাদ্রিদ ২-১ গোলে রিয়াল বেটিসকে হারিয়ে করে বছরের প্রথম জয় তুলে নিয়েছে। তারপরও চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে আছে তারা।

Advertisement