Beta

পাকিস্তানের অধোগতি

০৮ ডিসেম্বর ২০১৮, ১৬:৪০

স্পোর্টস ডেস্ক

আবুধাবিতে নাটকীয় জয়ে নিউজিল্যান্ড ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ হারিয়েছে পাকিস্তানকে। এই হারে পাকিস্তানের টেস্ট র‍্যাঙ্কিংয়েও প্রভাব পড়েছে। অবনমন হয়ে সপ্তম স্থানে নেমে গেছে তারা।

৯২ রেটিং পয়েন্ট নিয়ে পাকিস্তান সপ্তমস্থানে আছে। এক রেটিং পয়েন্ট বেশি নিয়ে শ্রীলঙ্কার উন্নতি হয়েছে, তাঁর ষষ্ঠ স্থানে উঠে এসেছে। তবে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেও কোনো উন্নতি হয়নি নিউজিল্যান্ডের। অবশ্য রেটিং বেড়েছে, আগে ছিল ১০২, এখন হয়েছে ১০৫।

সবার ওপরে আছে ভারত, তাদের রেটিং পয়েন্ট ১১৬। এরপর ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে। ৬৯ রেটিং নিয়ে নবম স্থানে রয়েছে বাংলাদেশ। অষ্টমস্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশের রেটিং ব্যবধান ১।

আইসিসি টেস্ট র‍্যাঙ্কিং :

র‍্যাঙ্কিং                     দেশ                 ম্যাচ                রেটিং

১                      ভারত                   ৩৮                  ১১৬

২                      ইংল্যান্ড                 ৪৯                   ১০৮

৩                    দক্ষিণ আফ্রিকা         ৩৫                ১০৬

৪                     নিউজিল্যান্ড            ২৩                  ১০২

৫                     অস্ট্রেলিয়া              ৩৬                  ১০২

৬                    পাকিস্তান               ২৪                   ৯৫

৭                     শ্রীলঙ্কা                   ৪২                   ৯৩

৮                   ওয়েস্ট ইন্ডিজ         ৩৫                  ৭০

৯                    বাংলাদেশ             ২৫                   ৬৯

১০                   জিম্বাবুয়ে              ১১                   ১৩

Advertisement