Beta

ভারতের রেকর্ড গড়া জয়

০৬ অক্টোবর ২০১৮, ১৭:৪৭ | আপডেট: ০৬ অক্টোবর ২০১৮, ১৮:০৬

স্পোর্টস ডেস্ক

আগেই কিছুটা অনুমেয় ছিল, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ভারত সহজেই জয় পাবে। কিন্তু এভাবে জিতবে তারা নিজেরাও হয়তো ভাবেনি। হ্যাঁ, তাই হয়েছে। রাজকোট টেস্টের তৃতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ইনিংস ও ২৭২ রানের রেকর্ড গড়া জয় তুলে নিয়েছেন কোহলিরা।

টেস্টে ইনিংস ব্যবধানে এটিই ভারতের সর্বোচ্চ রানের জয়। তা ছাড়া ঘরের মাঠে এটি তাদের শততম টেস্টও জয়।

ম্যাচের প্রথম ইনিংসে ভারত নয় উইকেট হারিয়ে ৬৪৯ রান তুলেছিল। জবাবে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস ১৮১ রানে গুটিয়ে যায়। তাই প্রথম ইনিংসে ৪৬৮ রানের লিড নিয়ে সফরকারীদের ফলোঅনে নামায় ভারত। কিন্তু দ্বিতীয় ইনিংসেও খুব একটা সুবিধা করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। অর্থাৎ তৃতীয় দিনে ১৯৬ রানেই গুটিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস। তাই দুদিন হাতে রেখেই বিশাল ব্যবধানে জয় তুলে নেয় স্বাগতিকরা।

বাঁহাতি স্পিনার কুলদ্বীপ যাদব ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়ে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

এর আগে প্রথম ইনিংসে রবিচন্দ্র অশ্বিন চার উইকেট নিয়ে প্রথমে ওয়েস্ট ইন্ডিজের কোমরটা ভেঙে দিয়েছিলেন। 

ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে কাইরন পাওয়েল ছাড়া কেউই খুব একটা সুবিধা করতে পারেননি। তিনি ৮৩ রানের চমৎকার একটি ইনিংস খেলেছিলেন।

Advertisement