বিশ্বকাপজয়ী অধিনায়কের বিপক্ষে যে অভিযোগ?

Looks like you've blocked notifications!

ফ্রান্সের বিশ্বকাপজয়ী গোলকিপার হুগো লরিস মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে অভিযুক্ত হয়েছেন। মাতাল অবস্থায় যে তিনি কাওকে চাপা দিয়ে ফেলেননি, তাতে খুব সৌভাগ্যবানই বলতে হয় তাঁকে। গত ২৪ আগস্ট ভোরে এই ঘটনা ঘটেছিল।

নতুন পোর্শে নিয়ে রেড লাইটে দিক পরিবর্তনের জন্য সেন্টেরাল লন্ডনে পুলিশের কাছে ধরা পড়েন। গাড়িতে একজন আগন্তুক ছিল। এ ছাড়া গাড়িতে বমি পাওয়া গেছে। গাড়ি চালানোর জন্য সহনীয় পরিমাণের দ্বিগুণ মদপান করেছিলেন লরিস। ম্যাজিস্ট্রেট অ্যামান্ডা ব্যারন তাঁকে মাতাল অবস্থায় গাড়ি চালানোর জন্য ৫০ হাজার ইউরো জরিমানা করেন এবং ২০ মাসের জন্য তাঁর গাড়ি চালনার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত।

অ্যামান্ডা বলেন, ‘এটি খুবই গুরুতর অপরাধ। নিজের জীবন তো বটেই, অন্য যাত্রীর জীবনকেও তিনি ঝুঁকিতে ফেলেছিলেন। এটা সৌভাগ্য যে, তিনি অন্য কোনো কিছু আঘাত করেননি।’

শাস্তির পর লরিস কোনো কথা না বলেই আদালত ত্যাগ করেন। তাঁর ক্লাবও এই ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।