Beta

বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান নারী দল

১২ সেপ্টেম্বর ২০১৮, ২০:০৪ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৮, ২০:৪১

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিপক্ষে চারটি টি-টোয়েন্টি এবং একটি ওয়ানডে ম্যাচ খেলতে সফরে আসছে পাকিস্তান নারী ক্রিকেট দল। সিরিজে অংশ নিতে আগামী ২৯ সেপ্টেম্বর বাংলাদেশে এসে পৌঁছার কথা পাকিস্তান দলের।

আগামী ১ অক্টোবর শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। দ্বিতীয় ম্যাচ ৩ অক্টোবর, চতুর্থ ম্যাচ ৪ অক্টোবর এবং শেষ টি-টোয়েন্টি ম্যাচটি হবে ৬ অক্টোবর।  সিরিজের সব ম্যাচ কক্সবাজারে অনুষ্ঠিত হবে। একমাত্র ওয়ানডে ম্যাচ কক্সবাজারে, ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে।

অধিকাংশ টি-টোয়েন্টি ম্যাচেই বাংলাদেশ হেরেছে পাকিস্তানের কাছে। তবে সাম্প্রতিক সময়ে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়লাভ করায় বাংলাদেশ প্রমীলা ক্রিকেট দল উজ্জীবিত থাকবে।

সিরিজ শেষে ১০ অক্টোবর দেশে ফেরার কথা পাকিস্তান নারী দলের।

Advertisement