Beta

বলিউড অভিনেত্রীর প্রেমে পড়েছেন ভারতীয় কোচ!‌

০৩ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৪৫

স্পোর্টস ডেস্ক

বেশ কয়েক বছর আগে স্ত্রী রীতু সিংয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় তাঁর। এর পর থেকে একাকী রবি শাস্ত্রী। নতুন খবর হলো, ভাতীয় ক্রিকেট দলের বর্তমান কোচ নাকি প্রেমে পড়েছেন। বলিউড অভিনেত্রী নিমরত কাউরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। অবশ্য এ বিষয়টি নিয়ে দুই পক্ষের কেউই কোনো মন্তব্য করেননি।

ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ক্রনিকলে খবর, এয়ারলিফট সিনেমার নায়িকা নিমরতের সঙ্গে নাকি রবি শাস্ত্রীর দুই বছরের সম্পর্ক। তাঁদের দুজনকে এক সঙ্গে বিভ্ন্নি জায়গায় দেখা যাচ্ছে। অবশ্য প্রেমের খবরটি গোপন রেখছেন তাঁরা।

রবি শাস্ত্রী-নিমরত ২০১৫ সালে এস সঙ্গে একটি গাড়ির বিজ্ঞাপনে কাজ করেন। সেই পরিচয় থেকে প্রণয় হতে যাচ্ছে দুজনের।

অবশ্য বলিউড অভিনেত্রীদের সঙ্গে রবি শাস্ত্রীর প্রেমের খবর নতুন নয়। এর আগে আশির দশকে বলিউড অভিনেত্রী অমৃতা সিংয়ের প্রেমে পড়েছিলেন। অবশ্য তা পরিণয়ে রূপ পায়নি।

অবশ্য বলিউড তারকা ও ক্রিকেটারদের প্রেম নতুন কিছু নয়। এর আগে মনসুর আলী খান পাতৌদি-শর্মিলা ঠাকুর, মোহাম্মদ আজহারউদ্দিন- সঙ্গীতা বিজলানি, বিরাট কোহলি-আনুশকা শর্মা, হরভজন সিং-গীতা বর্ষা, যুবরাজ সিং-হাজেল কিচ ও জহির খান-সাগরিকা ঘাটকের প্রেম বিয়ে পর্যন্ত গড়িয়েছে। এবার রবি শাস্ত্রী-নিমরতের প্রেম কোন পর্যন্ত গড়ায় সেটাই এখন দেখার।

Advertisement