Beta

তামিম-মুশফিকের ঈদ শুভেচ্ছা

২২ আগস্ট ২০১৮, ১২:৪৮

স্পোর্টস ডেস্ক

ঈদের খুশি সবাই ভাগাভাগি করে নিতে চান পরিবার-বন্ধুবান্ধবদের সঙ্গে মিলে। কিন্তু ক্রিকেটারদের ক্ষেত্রে অনেক সময়ই সেটা হয়ে ওঠে না। দেখা যায়, ঈদের মধ্যেই চলে গুরুত্বপূর্ণ কোনো টুর্নামেন্ট বা সিরিজ। তবে এবারের ঈদুল আজহায় আর তেমন পরিস্থিতির মধ্যে পড়তে হয়নি বাংলাদেশের ক্রিকেটারদের। সবাই পরিবার-পরিজনের সঙ্গেই কাটাচ্ছেন ঈদ। ভাগাভাগি করে নিচ্ছেন ঈদের আনন্দ। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-সমর্থকদেরও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম ও তামিম ইকবাল।

চলতি মাসেই ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করে দেশে ফিরেছেন মুশফিক-তামিমরা। ২-০ ব্যবধানে হেরে টেস্ট সিরিজটা হতাশাজনকভাবে শেষ হলেও এরপর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন তাঁরা। ওয়ানডে ও টি-টোয়েন্টি; দুই সিরিজেই জয় নিয়ে দেশে ফিরেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। ফলে এবারের ঈদের আনন্দটাও হয়তো তাঁদের বেড়ে গেছে কয়েকগুণ।

ফেসবুকে তামিম নিজের একটি ছবি দিয়ে ভক্তদের জানিয়েছেন ঈদের শুভেচ্ছা। যেখানে দেখা যায়, সালাম দেওয়ার ভঙ্গিতে হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে আছেন বাংলাদেশের এই বাঁহাতি ওপেনার। সঙ্গে লিখেছেন, ‘ঈদ মোবারক।’

আর মুশফিকুর রহিম বড়সড় করেই জানিয়েছেন ঈদের শুভেচ্ছা। দরিদ্র ও অসহায় মানুষের দিকে সাহায্য-সহযোগিতার হাত প্রসারিত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। ফেসবুক পোস্টে নিজের একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। এই পবিত্র, ত্যাগের এবং খুশির ঈদে কামনা করছি, আপনাদের ঈদ হোক দ্বীনি আমেজে... দরিদ্র ও অসহায় মানুষের দিকে সাহায্য ও সহমর্মিতার হাত প্রসারিত করি। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিই। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।’

Advertisement