Beta

কেমন কাটছে সানিয়া মির্জার দিনকাল?

২২ জুলাই ২০১৮, ১৭:১৯

স্পোর্টস ডেস্ক

ভারতীয় জনপ্রিয় টেনিস তারকা সানিয়া মির্জা সবসময়ই শিরোনামে থাকেন। এবার আলোচনায় এসেছেন তিনি মা হতে চলেছেন। তাই বেশ কিছুদিন ধরেই টেনিস থেকে বাইরে তিনি। কেমন কাটছে মাতৃত্বকালীন সময়, এই সব বিষয় নিয়ে সম্প্রতি গালফ নিউজের সঙ্গে খোলামেলা কথা বলেছেন তিনি।

গর্ভকালীন সময়ে নিজের অভিজ্ঞতা সম্পর্কে সানিয়া মির্জা বলেন, ‘সময়টা আমার খুবই ভালো কাটছে, বলা যায় স্বপ্নের মতো। কোনো অসুবিধা নেই। টেনিস খেলোয়াড় বা যেই হোন না কেন, নারী হিসেবে আমরা সবাই মাতৃত্বের স্বাদ পেতে চাই। এটা একটা নতুন শুরু।’

পেশাদার টেনিসে মেয়েদের জন্য কঠিন নিয়ম-কানুন নিয়ে প্রশ্ন তুলে এই ভারতীয় তারকা বলেন, ‘আমাদের জন্য কোনো মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা নেই। এখন অনেকেই মা হওয়ার পরও টেনিস খেলছেন। কমপক্ষে ২০জন খেলোয়াড় আছেন, যারা মা হওয়ার পরও টেনিস খেলছেন। এঁদের মধ্যে কিম ক্লাইস্টার্সের মতো তারকা মা হওয়ার পরও গ্র্যান্ড স্লাম জিতেছেন। সেরেনা উইলিয়ামসের মতো খেলোয়াড়কেও কঠিন সময় পার করতে হয়েছে। তাদের সম্মান দিয়ে হলেও উচিত অন্তঃসত্ত্বা অবস্থায় র‍্যাংকিং ‘ফ্রিজ’ করে দেওয়া। আমি যেমন ২০১৮ সালে মা হব। কিন্তু আমার লক্ষ্য ২০২০ সালের অলিম্পিক। কিন্তু অন্তঃসত্ত্বা অবস্থায় র‍্যাংকিং এতটাই নেমে যাবে যে, একটা ভালো টুর্নামেন্টে সরাসরি খেলার সুযোগ পাওয়া কঠিন হয়ে যাবে।’

Advertisement