Beta

টেস্ট সিরিজের ভারত দল

১৯ জুলাই ২০১৮, ১১:৩০ | আপডেট: ১৯ জুলাই ২০১৮, ১১:৫৭

স্পোর্টস ডেস্ক

ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরে ইংল্যান্ড সফরের শুরুটা ভালো হয়নি ভারতের। এবার বিরাট কোহলিরা স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছেন টেস্ট সিরিজে। পাঁচ ম্যাচের সেই টেস্ট সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছেন ভারতের নির্বাচকরা।

বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পাওয়ার কারণে প্রথম তিনটি টেস্টের জন্য দল থেকে ছিটকে গেছেন ঋদ্ধিমান সাহা। তাঁর বদলে উইকেটরক্ষক হিসেবে দলে এসেছেন ঋষভ পান্ত। ইনজুরির কারণে প্রথম ম্যাচের দলে থাকতে পারবেন না জাসপ্রিত বুমরাও। তবে টেস্ট দলে নাম আছে এই পেসারের।

ভারত দল : বিরাট কোহলি, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, মুরালি বিজয়, চেতেশ্বর পুজারা, আজিঙ্কা রাহানে, করুন নায়ার, দিনেশ কার্তিক, ঋষভ পান্ত, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ নায়ার, হার্দিক পান্ডিয়া, ইশান্ত শর্মা, মোহাম্মদ সামি, উমেশ যাদব, জাসপ্রিত বুমরা ও সদরুল ঠাকুর।

Advertisement