Beta

কোহলির কাউন্টিতে খেলা নিয়ে দ্বন্দ্বে বোর্ড কর্মকর্তারা!

২৮ এপ্রিল ২০১৮, ১৪:৫১

স্পের্টস ডেস্ক

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির  কাউন্টি ক্রিকেট লিগে খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে। এ নিয়ে দেশটির ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে।

বিসিসিআইয়ের কয়েকজন কর্মকর্তা চাচ্ছেন আগামী জুনে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে খেলুক কোহলি। কিন্তু বোর্ড অ্যাডমিনিস্ট্রেটর্সের প্রধান বিনোদ রাই ভারতীয় অধিনায়কের কাউন্টিতে খেলার পক্ষে মত দিয়েছেন। ইংল্যান্ড সফরের আগে প্রস্তুতির জন্য তাঁর কাউন্টিতে খেলা উচিত বলে মনে করেন তিনি।

টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর আফগানিস্তান ভারতের বিপক্ষে তাদের অভিষেক টেস্ট খেলতে যাচ্ছে। ভারতের মাটিতে ১৪ জুন থেকে ম্যাচটি শুরু হওয়ার কথা। এই টেস্টে না খেলে কাউন্টি খেলার জন্য অনুমতি চেয়েছেন কোহলি নিজেও। তিনি এখনো এনওসি পাননি কাউটিতে খেলার।

অবশ্য আফগানিস্তানের বিপক্ষে ভারত পূর্ণশক্তির দল না নামলে  সমালোচনা হতে পারে ভেবেই বিসিসিআয়ের কিছু কর্মকর্তা কোহলিকে এই টেস্টে খেলার পক্ষে মত দিয়েছেন। আর বোর্ড প্রধান চাচ্ছেন কোহলি কাউন্টিতে খেললে সেখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারবেন। কোহলিও তাই চাচ্ছেন।

Advertisement