Beta

স্টোকসের ফিরে আসার সিরিজে ডাক পেলেন ওভারটন

২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৫১ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৫৮

স্পোর্টস ডেস্ক

শেষ পাঁচ মাসের কথা বেন স্টোকস ভুলে যেতে চাইবেন নিশ্চিত। যেটার সার-সংক্ষেপ হলো এ রকম : প্রথমে নাইটক্লাবের বাইরে মারামারি, এরপর জেল আর মামলার ঘানি টানা। শেষমেশ নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডের লড়াই দিয়ে ইংল্যান্ডের জার্সিতে ফিরছেন এই অলরাউন্ডার। স্টোকসের ফিরে আসার সিরিজে তিন বছর পর দলে ডাক পেয়েছেন পেসার ক্রেইগ ওভারটন। 

আসন্ন ওয়ানডে সিরিজের ইংলিশ দল থেকে ছিটকে গেছেন পেসার লিয়াম প্ল্যাঙ্কেট। হ্যামস্ট্রিং ইনজুরিতে নিউজিল্যান্ডের মাঠে নামতে পারছেন না ডানহাতি এই বোলার।

তাঁর বদলেই দলে ফের ডাক পেলেন তরুণ ওভারটন। 

রঙিন পোশাকে নামার আগেই অবশ্য ওভারটন নেমেছিলেন সাদা জার্সিতে। গেল অ্যাশেজেই টেস্ট অভিষেক হয়ে যায় ডানহাতি ওভারটনের। অবশ্য পার্থ টেস্টে পাঁজরের চোটে ছিটকে গিয়েছিলেন অ্যাশেজের দল থেকেও। এবার প্ল্যাঙ্কেটের চোটের বদৌলতেই ফিরলেন পাঁচ ম্যাচের ওয়ানডে দলে। 

২০১৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ডাক পেয়েছিলেন ক্রেইগ ওভারটন। সেবার তাঁর সঙ্গী ছিল যমজ ভাই জ্যামি ওভারটনও। কিন্তু কিউইদের বিপক্ষে সেবার আর মাঠে নামা হয়নি কোনো ওভারটনেরই। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠেই হয়তো বা ঘুচবে ওভারটনের সেই আক্ষেপ।

শেষ টি-টোয়েন্টিতে ইংলিশ দল পেয়ে গেছে তাদের নিয়মিত অধিনায়ক ইয়ন মরগানকেও। চোটের কারণে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে মরগানকে প্রথম ম্যাচগুলোতে পায়নি ইংলিশরা। 

ট্রান্স-তাসমান টি-টোয়েন্টি ট্রফির ফাইনালে আগামীকাল বুধবার অকল্যান্ডে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড। এরপর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হ্যামিল্টনে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ইয়ন মরগানের দল। 

ওয়ানডে সিরিজের ইংলিশ দল : ইয়ন মরগান(অধিনায়ক), স্যাম বিলিংস, জশ বাটলার(উইকেটরক্ষক) টম কুরান, লিয়াম ডওসন, অ্যালেক্স হেলস, বেন স্টোকস, ক্রিস জর্দান, ডেভিড মালান, ক্রেইগ ওভারটন, আদিল রশিদ, জেসন রয়, জেমস ভিন্স, ডেভিড উইলি, মার্ক উড, স্যাম কুরান ও জ্যাক বল। 

ইউটিউবে এনটিভির জনপ্রিয় সব নাটক দেখুন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি:

Advertisement