আইসিসি থেকে বিশাল অঙ্কের আয় বাড়বে বিসিবির

২০১৪ সালে পাস হয়েছিল ‘তিন মোড়ল’ নীতি। এই নীতিতে ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত আইসিসির সম্ভাব্য আয়ের ২৭ দশমিক ৪ শতাংশ বণ্টন হতো এভাবে, অস্ট্রেলিয়া ২ দশমিক ৭ ভাগ, যুক্তরাজ্য ৪ দশমিক ৪ ভাগ এবং ভারত একাই নেবে ২০ দশমিক ৩ ভাগ!
‘বিগ থ্রি’র এই নীতি নিয়ে কম সমালোচনা হয়নি। তাই এখান থেকে সরে আসতে চায় আইসিসি। নতুন অর্থনৈতিক মডেলে সাম্য নিয়ে আসার চেষ্টা করছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
ক্রিকেটের ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, ক্রিকেটের বাজারটা অনেকটাই ভারতকেন্দ্রিক, তাই ভারতকে সর্বোচ্চ ২৫৫-২৬০ মিলিয়ন ডলার আয়ের ভাগ দেওয়া হবে। ইসিবি ১২০-১২৫ মিলিয়ন ডলার এবং জিম্বাবুয়ে বাদে বাকি সাত দেশ পাবে সমান ১১০-১১৫ মিলিয়ন ডলার।
তাই বাংলাদেশের আয় অনেক বেড়ে যাবে। ৭৫-৮০ মিলিয়ন ডলার থেকে বেড়ে ১১০-১১৫ মিলিয়ন ডলার পাবে বিসিবি।
জিম্বাবুয়েও কম অর্থ পাবে না, তারা ৭৫-৮০ মিলিয়ন ডলার পাবে। এ ছাড়া আফগানিস্তান ও আয়ারল্যান্ড দুই বোর্ডকে দেওয়া হবে ৫০-৫৫ মিলিয়ন ডলার।
আইসিসি ২০২৩ সাল পর্যন্ত ২ দশমিক ৫ বিলিয়ন ডলার আয় করবে ধরে নিয়ে এই সম্ভাব্য আয়ের ভাগ করা হয়েছে। আইসিসির আয় বাড়লে সদস্য বোর্ডগুলোর আয়ের ভাগ আরো বাড়বে।