হঠাৎ এলপিএল ছেড়ে দেশে ফিরছেন আফ্রিদি

টুর্নামেন্টের মাঝপথে দুঃসংবাদ পেল গল গ্ল্যাডিয়েটর্স। হঠাৎ করে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) ছেড়ে নিজ দেশ পাকিস্তানে ফিরছেন দলটির অধিনায়ক শহিদ আফ্রিদি।
এক টুইট বার্তায় আফ্রিদি নিজেই খবরটি নিশ্চিত করেছেন। তবে কতদিনের জন্য দেশের ফিরছেন সেটা উল্লেখ করেননি পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। অবশ্য দ্রুতই টুর্নামেন্টে যোগ দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
টুইটারে আফ্রিদি লিখেছেন, ‘দুর্ভাগ্যক্রমে ব্যক্তিগত কারণে আমার বাড়ি (পাকিস্তানে) ফিরতে হচ্ছে। পরিস্থিতি সামাল দিয়েই আমি এলপিএলে আমার দলে যোগ দেব। শুভকামনা রইল।’
সত্যি সত্যি যদি আফ্রিদি আবার শ্রীলঙ্কায় ফেরেন তাহলে সংক্ষিপ্ত কোয়ারেন্টিনের নিয়ম মানতে হবে তাঁকে। তবে সেটা সাত দিনের কম হতে পারে।
গত ২৪ নভেম্বর শ্রীলঙ্কায় পা রাখেন পাকিস্তানি তারকা। তখন তাঁর অ্যান্টিবডি পরীক্ষা করা হয়। আফ্রিদির শরীরে অ্যান্টিবডির উপস্থিতির প্রমাণ পাওয়া যায়। কোয়ারেন্টিন নিয়ম না মেনেই তখন মাঠে নামার অনুমতি পান আফ্রিদি। নিজের প্রথম ম্যাচে মাত্র ২৩ বলে ৫৮ রানের চমৎকার ইনিংস খেলেছিলেন পাকিস্তানি অলরাউন্ডার।