বেতন কম, তিন দিনের মাথায় চাকরি ছাড়লেন লঙ্কান কোচ

কদিন আগেই শ্রীলঙ্কার পেস বোলিং কোচের দায়িত্ব নেন সাবেক বাঁ-হাতি পেসার চামিন্দা ভাস। কিন্তু বেতন পছন্দ হয়নি বলে দায়িত্ব গ্রহণের তিন দিনের মাথায় গতকাল সোমবার পদত্যাগ করে বসেছেন ভাস।
ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার আগে বোলিং কোচকে হারানোয় বড় ধাক্কা খেল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। ব্যাপারটিকে ‘দায়িত্বজ্ঞানহীন’ কাজ বলে উল্লেখ করেছে বোর্ডটি।
ব্যক্তিগত কারণে গত বৃহস্পতিবার শ্রীলঙ্কার পেস বোলিং কোচের পদ থেকে সরে দাঁড়ান ডেভিড সেকার। এর পরের দিনই ভাসকে নিয়োগ দেয় এসএলসি। কিন্তু শেষ পর্যন্ত ভাসও যাননি ক্যারিবীয় সফরে। এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে লঙ্কান বোর্ড।
সফরে সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টির পাশাপাশি দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে শ্রীলঙ্কা। সফরের আগ মুহূর্তে ভাসের কর্মকাণ্ড নিয়ে এসএলসি বলে, ‘পুরো বিশ্ব যখন অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, তখন ভাস ব্যক্তিগত আর্থিক লাভের চিন্তা থেকে দল দেশ ছাড়ার আগ মুহূর্তে হুট করে দায়িত্বজ্ঞানহীন এক সিদ্ধান্ত নিলেন, যা খুবই হতাশাজনক।’
লঙ্কান বোর্ড আরো জানায়, ‘এসএলসি ম্যানেজমেন্ট এবং পুরো জাতি ভাসকে ক্রিকেটার হিসেবে সম্মান করেছে, যিনি দেশের হয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। তার অবদান বছরের পর বছর ধরে প্রশংসিত হয়েছে। কিন্তু এটা খুবই হতাশাজনক যে এমন পরিস্থিতিতে চামিন্দা ভাসের মতো কিংবদন্তি শেষ সময়ে পদত্যাগপত্র জমা দিয়ে প্রশাসন, ক্রিকেটার, প্রকৃতপক্ষে ক্রিকেটকে জিম্মি করেছেন। পারিশ্রমিক বাড়ানোর তার অযৌক্তিক দাবি প্রশাসন গ্রহণ করেনি। তিনি এখনও অভিজ্ঞতা, যোগ্যতা ও দক্ষতার বিচারে পারিশ্রমিক পাচ্ছেন। এ ছাড়া তিনি ভ্রমণকারী দলের সব সদস্যকে দেওয়া প্রতি ডলারের একটি অংশ পেতেন।’