করোনায় ক্যারিয়ার নিয়ে চিন্তিত অ্যান্ডারসন!

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাবে কাঁপছে পুরো বিশ্ব। থমকে গেছে মানুষের স্বাভাবিক জীবনযাপন। এই ভাইরাসের থাবা পড়েছে ক্রীড়াঙ্গনেও। তাই স্থগিত হয়ে গেছে সব খেলাধুলা। সবার আশা, দ্রুতই এই মহামারি থেকে মুক্তি মিলবে মানুষের। খেলোয়াড়দের প্রত্যাশা, শিগগিরই খেলায় ফিরতে পারবেন তাঁরা। তেমনই আশা করছেন ইংল্যান্ড পেসার জেমস অ্যান্ডারসন।
চোটের কারণে দীর্ঘদিন দলের বাইরে অ্যান্ডারসন। এ বছরের প্রথম সপ্তাহে জাতীয় দলের হয়ে সর্বশেষ টেস্ট খেলেছিলেন অ্যান্ডারসন। দলের হয়ে আবারও খেলতে মুখিয়ে আছেন তিনি। তবে তাঁর ফেরার পথে বাধা হয়ে আছে করোনাভাইরাস। কবে এর হাত থেকে মুক্তি মিলবে, তা কেউ জানে না। জানেন না অ্যান্ডারসনও।
এ ব্যাপারে অ্যান্ডারসন বলেন, ‘আমি প্রত্যাশা করি, আবার খেলায় ফিরব। ইংল্যান্ডের হয়ে খেলার জন্য এখন মুখিয়ে আছি। আমি প্রতিটি মুহূর্তকে উপভোগ করছি। করোনাভাইরাসের কারণে এখন পুরো ব্রিটেন লকডাউন। তবে ফিটনেস ধরে রাখতে আমরা একসঙ্গে কাজ করছি।’
সম্প্রতি অ্যান্ডারসনকে ছাড়া শ্রীলঙ্কা সফরে যায় ইংল্যান্ড। কিন্তু করোনাভাইরাসের কারণে সিরিজ শুরুর আগেই সফরটি স্থগিত হয়ে যায়। তাই অ্যান্ডারসনও চিন্তিত, কবে ফিরবেন মাঠে।