সূচক উত্থানেও বেশিরভাগ কোম্পানির দরপতন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি)। এক কর্মদিবসের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে এক দশমিক ৪৯ পয়েন্ট। লেনদেন বেড়ে আজ ৪০০ কোটি টাকার ঘরে চলে এসেছে। আগের কর্মদিবস সোমবারে বাজার তুলনায় এদিন পুঁজিবাজারে মূলধনের পরিমাণ বেড়েছে। তবে এদিন লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে।
জানা গেছে, গত সোমবার লেনদেন হয়েছিল ৪৩১ কোটি ৩৩ লাখ টাকা। আজ মঙ্গলবার লেনদেন হয়েছে ৪৪৪ কোটি ৪১ লাখ টাকা। এদিন ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৬৮ হাজার ৬৭২ কোটি ৫১ লাখ ৬১ হাজার টাকার শেয়ার। আগের কর্মদিবস সোমবার মূলধন ছিল ছয় লাখ ৬৮ হাজার ৬১৫ কোটি ৩৬ লাখ ৯০ হাজার টাকার শেয়ার। আজ লেনদেন হওয়া ৩৯৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৪০টির ও কমেছে ১৮৫টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ৭৪টির।
এদিন ডিএসইএক্স এক দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে হয়েছে পাঁচ হাজার ১৪৭ দশমিক ৩৩ পয়েন্টে। আগের কর্মদিবস সোমবার ডিএসইএক্স দাঁড়িয়েছিল পাঁচ হাজার ১৪৫ দশমিক ৮৪ পয়েন্টে। আজ ডিএস৩০ সূচক দশমিক ৮১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯১০ দশমিক ৬২ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক দশমিক শূন্য চার পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৩৯ দশমিক ২৮ পয়েন্টে।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে পূবালী ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ১৯ কোটি ১৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে গ্রামীণফোনের ১৩ কোটি চার লাখ টাকা, বিচ হ্যাচারির ১২ কোটি ২৩ লাখ টাকা, জিপিএইচ ইস্পাতের ১০ কোটি ৫৪ লাখ টাকা, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১০ কোটি ১৯ লাখ টাকা, ডাচ্-বাংলা ব্যাংকের ৯ কোটি ৯২ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ৯ কোটি ৫৯ লাখ টাকা, ট্রাস্ট ব্যাংকের আট কোটি ৮৫ লাখ টাকা, খুলনা প্রিন্টিংয়ের সাত কোটি ৬৫ লাখ টাকা এবং সেন্ট্রাল ফার্মার সাত কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে আনলিমায়ার ডাইংয়ের শেয়ার। কোম্পানিটির দর কমেছে পাঁচ দশমিক ৮৫ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে এনার্জিপ্যাক পাওয়ারের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৬৯ শতাংশ।