উত্থানে ৭৭ শতাংশ কোম্পানির দর

সব ধরনের সূচক উত্থানে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) শুরুর প্রথম এক ঘণ্টায় অর্থাৎ বেলা ১১টায় লেনদেন হয়েছে ১৩৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার। আলোচিত সময়ে লেনদেনে অংশ নেওয়া ৭৭ দশমিক ৫৭ শতাংশ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা গেছে, শেয়ার কেনার চাপে ডিএসইর লেনদেন শুরুতে সূচক উত্থানে অবস্থান করে। লেনদেন শুরু প্রথম ৩০ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয়েছে ৩৫ পয়েন্ট। পরে শেয়ারে ক্রয়ের চাপ আরও বাড়তে থাকে। এতে লেনদেন শুরুর প্রথম এক ঘণ্টায় ডিএসইএক্স উত্থান হয়েছে ৪২ দশমিক ২৮ পয়েন্ট। এ সময় সূচকটি দাঁড়ায় পাঁচ হাজার ১৬৮ দশমিক ৪৩ পয়েন্টে। আলোচিত সময় ডিএস৩০ সূচক আট দশমিক ৭১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯১৭ দশমিক শূন্য ছয় পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক আট দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৪৪ দশমিক শূন্য তিন পয়েন্টে।

কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২৯৪টির, কমেছে ৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানির শেয়ারদর। আলোচিত সময়ে লেনদেন শীর্ষে উঠে এসেছে সেন্টাল ফার্মার ছয় কোটি চার লাখ টাকার শেয়ার। এছাড়া ইফাদ অটোসের পাঁচ কোটি ৫৯ লাখ টাকা, সিটি ব্যাংকের চার কোটি ৫৪ লাখ টাকা, মুন্নু ফেব্রিক্সের চার কোটি ২০ লাখ টাকা, খুলনা প্রিন্টিংয়ের চার কোটি ২০ লাখ টাকা, সাইফ পাওয়ারটেকের তিন কোটি ৩৫ লাখ টাকা, ওয়ান ব্যাংকের তিন কোটি ১৪ লাখ টাকা, বিচ হ্যাচারির তিন কোটি ১০ লাখ টাকা, উত্তরা ব্যাংকের তিন কোটি সাত লাখ টাকা এবং পূবালী ব্যাংকের দুই কোটি ৬৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।