৬২ শতাংশ কোম্পানির দরপতন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে আজ বুধবার (২২ জানুয়ারি)। এক কর্মদিবসের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ২৫ পয়েন্ট। এদিন লেনদেনে অংশ নেওয়া ৬২ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। লেনদেন কমে আজ ৪১৩ কোটি টাকার ঘরে চলে এসেছে। আগের কর্মদিবস মঙ্গলবারে বাজার তুলনায় এদিন পুঁজিবাজারে মূলধনের পরিমাণ কমেছে হাজার কোটি টাকা।
জানা গেছে, গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছিল ৪৯৯ কোটি ১৪ লাখ টাকা। আজ বুধবার লেনদেন হয়েছে ৪১৩ কোটি এক লাখ টাকা। এদিন ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৬০ হাজার ৮৬৫ কোটি ৪১ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস মঙ্গলবার মূলধন ছিল ছয় লাখ ৬১ হাজার ৯৫৩ কোটি ২০ লাখ টাকার শেয়ার। এক কর্মদিবস ব্যবধানে আজ বাজারে মূলধন কমেছে এক হাজার ৮৭ কোটি ৭৯ লাখ টাকা।
আজ লেনদেন হওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৯২টির ও কমেছে ২৪৭টির বা ৬২ দশমিক ৩৭ শতাংশ। শেয়ার দর পরিবর্তন হয়নি ৫৭টির। এদিন ডিএসইএক্স ২৫ দশমিক ৩৭ পয়েন্ট কমে হয়েছে পাঁচ হাজার ১৭৭ দশমিক ২৪ পয়েন্টে। আগের কর্মদিবস মঙ্গলবার ডিএসইএক্স দাঁড়িয়েছিল পাঁচ হাজার ২০২ দশমিক ৬১ পয়েন্টে। আজ ডিএস৩০ সূচক পাঁচ দশমিক ৪৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯১৯ দশমিক ৭৬ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক ছয় দশমিক ৭৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৬৬ দশমিক শূন্য দুই পয়েন্টে।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে এডিএন টেলিকমের শেয়ার। কোম্পানিটির ৪১ কোটি দুই লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মিডল্যান্ড ব্যাংকের ১৩ কোটি ৩৫ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের ১১ কোটি ৪০ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ৯ কোটি তিন লাখ টাকা, স্কয়ার ফার্মার আট কোটি ৯৮ লাখ টাকা, খান ব্রাদার্সের আট কোটি ১৪ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবের সাত কোটি ৮৪ লাখ টাকা, জেনেক্স ইনফোসিসের সাত কোটি ৫৮ লাখ টাকা, সানলাইফ ইন্স্যুরেন্সের ছয় কোটি ৪৬ লাখ টাকা এবং আফতাব অটোর পাঁচ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ছয় দশমিক ৯২ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে বঙ্গজের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ।