কমল প্রধান সূচক-মূলধন, লেনদেন ৪৩১ কোটি টাকা
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক পতনে লেনদেন শেষ হয়েছে আজ রোববার (৩ নভেম্বর)। একদিনের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমল সাড়ে আট পয়েন্ট। আলোচিত এদিন লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। আগের কর্মদিবস বৃহস্পতিবারের তুলনায় এদিন বাজারে মূলধন কমেছে দুই হাজার ১৩৬ কোটি টাকা। লেনদেন কমে আজ ৪৩১ কোটি টাকার ঘরে চলে এসেছে।
অনুসন্ধানে জানা যায়, গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৫৫৬ কোটি ৩০ লাখ টাকা। সেখান থেকে কমে আজ লেনদেন হয়েছে ৪৩১ কোটি ৩৬ লাখ টাকা। এদিন পুঁজিবাজারে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৬৩ হাজার ১৯৫ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস বৃহস্পতিবার পুঁজিবাজার মূলধন ছিল ছয় লাখ ৬৫ হাজার ৩৩২ কোটি ১২ লাখ টাকার শেয়ার।
আজ প্রধান সূচক ডিএসইএক্স আট দশমিক ৫৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ১৯০ দশমিক ৮৫ পয়েন্টে। আগের কর্মদিবস বৃহস্পতিবার ডিএসইএক্স দাঁড়িয়েছিল পাঁচ হাজার ১৯৯ দশমিক ৪০ পয়েন্টে। আজ ডিএস৩০ সূচক ১০ দশমিক ৬১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯১৫ দশমিক ৪৩ পয়েন্টে। তবে ডিএসইএস সূচক দুই দশমিক ২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৪৭ দশমিক ১৪ পয়েন্টে।
ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৭৮টির ও কমেছে ১৮১টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ৩৯টির। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ফার্মার শেয়ার। কোম্পানিটির ১৩ কোটি ১১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে লাভেলো আইসক্রিমের ১১ কোটি ১০ লাখ টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশনের ১০ কোটি ৫২ লাখ টাকা, সোনালী আঁশের ৯ কোটি ৮৭ লাখ টাকা এবং অগ্নি সিস্টেমসের ৯ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছে সাত দশমিক ১০ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে আফতাব অটোর শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ।