বাড়ল সূচক-মূলধন, লেনদেন ৫৫৬ কোটি টাকা
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর)। একদিনের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বাড়ল ৩৪ পয়েন্ট। আলোচিত এদিন লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। আগের কর্মদিবস বুধবারের তুলনায় এদিন বাজারে মূলধন বেড়েছে এক হাজার ৬০৯ কোটি টাকা। লেনদেন বেড়ে আজ ৫৫৬ কোটি টাকার ঘরে।
অনুসন্ধানে জানা যায়, গতকাল বুধবার লেনদেন হয়েছিল ৫১৯ কোটি ৩১ লাখ টাকা। সেখান থেকে বেড়ে আজ লেনদেন হয়েছে ৫৫৬ কোটি ৩০ লাখ টাকা। আজ পুঁজিবাজারে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৬৫ হাজার ৩৩২ কোটি ১২ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস বুধবার পুঁজিবাজার মূলধন ছিল ছয় লাখ ৬৩ হাজার ৭২২ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার। আজ প্রধান সূচক ডিএসইএক্স ৩৪ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ১৯৯ দশমিক ৪০ পয়েন্টে। আগের কর্মদিবস বুধবার ডিএসইএক্স দাঁড়িয়েছিল পাঁচ হাজার ১৬৪ দশমিক ৮৩ পয়েন্টে।
আজ ডিএসইএস সূচক আট দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৪৪ দশমিক ৯০ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ১০ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯২৬ দশমিক শূন্য পাঁচ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২১২টির ও কমেছে ১৫১টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ৩৪টির।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের শেয়ার। কোম্পানিটির ২৭ কোটি ৯১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইবনে সিনার ২৪ কোটি ৩৭ লাখ টাকা, একমি ল্যাবের ১৮ কোটি ৯৬ লাখ টাকা, অগ্নি সিস্টেমসের ১৬ কোটি ৮১ লাখ টাকা, ইসলামী ব্যাংকের ১৫ কোটি ২২ লাখ টাকা, রবির ১২ কোটি ৯৬ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের ১১ কোটি ৮০ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবের ১০ কোটি ৭২ লাখ টাকা, ফার ইস্ট নিটিংয়ের ১০ কোটি ৭২ লাখ টাকা, ওরিয়ন ফার্মার ১০ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছে পাঁচ দশমিক ৮১ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৯ দশমিক ২০ শতাংশ।