ইউনিয়ন ব্যাংকের পর্ষদ সভা বৃহস্পতিবার
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিয়ন ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির সভা আগামী বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেল ৪টায় শুরু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি সভায় ২০২৩ সমাপ্ত বছরের (জানুয়ারি-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভায় প্রতিবেদন অনুমোদন শেষে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে। একইদিন কোম্পানি সভায় চলতি বছরের প্রথম প্রান্তিাক (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। প্রতিবেদনটি অনুমোদন শেষে তা প্রকাশ করা হবে।