বিএসইসিতে সাংবাদিক প্রবেশে বাধা নেই : বিএসইসি চেয়ারম্যান

বিএসইসিতে সাংবাদিক প্রবেশাধিকারে কোনো বাধা নেই জানিয়ে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, অনেক সাংবাদিক বিএসইসিতে আসে। তথ্য সংগ্রহ করে। আমাদের সাথে কথা বলেন। নিউজ বিষয়ে কথা বলার জন্য মুখপাত্র রয়েছে। এছাড়া অন্যরাও আছে। এখানে সবাই কথা বলে।
আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির ভবনের মাল্টিপারপাস হলে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) নতুন কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএসইসি চেয়ারম্যান এসব কথা বলেন।
এতে সভাপতিত্ব করেন সিএমজেএফ সভাপতি গোলাম সামদানী ভূইয়া। উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ, ড. মিজানুর রহমান, মো. আবদুল হালিম, ড. রুমানা ইসলাম, নির্বাহী পরিচালক সাইফুর রহমান, রেজাউল করিম প্রমুখ ।
বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহ আমাদের বিএসইসিতে আসতে হচ্ছে জানিয়ে গোলাম সামদানী ভূইয়া বলেন, সঠিক নিউজের জন্য প্রয়োজন সঠিক তথ্য। আর সেটা যাচাই বাছায়ে আপনাদের কাছে আসতে হচ্ছে। তথ্য সংগ্রহ করতে হচ্ছে। কথা বলতে হচ্ছে। কিন্তু সেই যাচাই বাছায় বা তথ্য নিতে এসে সাংবাদিকরা বিএসইসিতে প্রবেশ করতে পারছে না এমন অভিযোগ উঠেছে। অনেক সময় অপেক্ষার পরও বিএসইর প্রবেশদ্বার থেকে ফিরে যেতে হচ্ছে।
বিএসইসিতে সাংবাদিকদের প্রবেশাধিকার নির্বিঘ্নে চলাচল ব্যবস্থা করার দাবি জানিয়ে গোলাম সামদানী ভূইয়া বলেন, বিএসইসিতে প্রবেশ করে কেউ যেন তথ্য পেতে বাধা না পায় সেই বিষয়ে আপনার কার্যকর ভূমিকা দেখতে চাই। কেউ তথ্য দিতে না চাইলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার।
সিকিউরিটিজ এক্সচেঞ্জ খুবই স্পর্শকাতর জায়গা জানিয়ে অনুষ্ঠানে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, বিনিয়োগকারীদের স্বার্থেই আমাদের নিরাপত্তার মধ্যে থাকতে হয়। তাদের তথ্যের গোপনীয়তা ধরে রাখতে আমাদের একটি নিয়মের মধ্যে থাকতে হয়। সামান্য ভুলেও যেন তথ্য বেরিয়ে না যায়, সেই বিষয়ে সজাগ থাকতে হয়। কারণ কোনভাবে যদি কোন তথ্য বেরিয়ে যায়, তা পুঁজিবাজারে প্রভাব পড়বে। ক্ষতির মুখে পড়বে বিনিয়োগকারীদের বিনিয়োগ। এজন্য আমাদের অনেক সাবধানে কাজ করতে হয়। এতোকিছুর মধ্যেও আমরা সাংবাদিকদের সময় দেই। কথা বলি। অনেকক্ষেত্রে আমাদের পেতে তাদের অনেক সময় অপেক্ষা করতে হয়।
অন্যান্য দেশের সিকিউরিটিজ এক্সচেঞ্জগুলোতে সাংবাদিকদের অবাধে ঢুকতে দেয় কি না, এবিষয়ে খোঁজখবর নিন জানিয়ে শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, আমি অনেকে দেশ দেখিছি, তাদের সিকিউরিটিজ এক্সচেঞ্জগুলোতে সাংবাদিকদের ঢুকতে দেয় না। তারা বিভিন্ন মাধ্যমে সংবাদ সংগ্রহ করেন। কিন্তু আমাদের দেশের চিত্রটা একটু ভিন্ন। বিশ্বে যেটা না হয়, সেটা আমাদের দেশে ঘটে।
সাংবাদিকরা নির্বিঘ্নে বিএসইসিতে প্রবেশ করতে পারে না এমন অভিযোগ প্রসঙ্গে শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, এটা ঠিক না। অনেক সাংবাদিক বিএসইসিতে নিয়মিত আসে। তথ্য সংগ্রহ করে। আমাদের সাথে কথা বলেন। কথা বলার জন্য মুখপাত্র রয়েছে। এছাড়া অন্যরাও (কর্মকর্তা) আছে। এখানে সবাই কথা বলে। হতে পারে আমাদের ব্যস্ততার কারণে অনেকের সাথে দেখা হয় না। সরাসরি কথা হয় না। অনেককে ফিরে যেতে হয়। তবে মুঠোফোনে সবার সাথে কথা হয়। প্রয়োজনীয় তথ্য দেওয়া হয়। ব্যস্ত থাকার কারণে অনেকক্ষেত্রে মুঠোফোন ধরা হয় না। তবে ব্যস্ততা কমলে পরে কল ব্যাক করা হয়। কথা হয়।
সাংবাদিকদের আমরা বন্ধু ভাবি উল্লেখ করে বিএসইসি চেয়ারম্যান বলেন, আমরা কমিশনে আসার পর থেকেই আপনাদের (সাংবাদিক) চোখ কান নাক হিসেবে দেখি। তাদের সংবাদ আমলে নিয়ে অনেক সিদ্ধান্ত নিয়ে থাকি। কাজও করি। এছাড়া আপনারা যেন ভালো করতে পারেন এগুলো আমরা সব দেখছি। দেশ-বিদেশে ঘুরে আপনাদের অভিজ্ঞতা সঞ্চয় করা এগুলোও আমরা করছি। গেল তিন দশকে তালিকাভুক্ত কোম্পানিগুলো তাদের ঘোষিত লভ্যাংশ ঠিকভাবে বিতরণ করেছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। সেখানেও চমক তথ্য বেরিয়ে আসছে। সেইসব জায়গায় আপনাদের কাজ আছে। সময় হলে সব শেয়ার করব।