ডিএসইতে দর বাড়ার চেয়ে কমেছে তিনগুণ

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার (১৯ নভেম্বর) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর শেয়ার দর বৃদ্ধির চেয়ে কমেছে তিনগুন। এদিন শেয়ার দর কমেছে ১১৩টি কোম্পানির। বেড়েছে ৩৪টি কোম্পানি। সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। শেয়ার দর কমেছে ৫৮টি কোম্পানির। বেড়েছে ২৪টি কোম্পানি। উভয় স্টকে লেনদেন পরিমান বেড়েছে। পাশাপাশি শেয়ার বিক্রেতার চাপ ছিল লক্ষ্য করার মতো।
স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, রোববার ডিএসইতে ৪৩৩ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৩৬০ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৬ দশমিক ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ছয় হাজার ২৪০ দশমিক ৯৭ পয়েন্টে। ডিএস-৩০ সূচক আট দশমিক ২৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ১১০ দশমিক ৬৪ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক পাঁচ দশমিক ৫২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৩৫৩ দশমিক ৭৫ পয়েন্টে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩০৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৩৪টির ও কমেছে ১১৩টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ১৬১টির।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং সিরামিকের শেয়ার। কোম্পানিটির ৪৫ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এরপর খুলনা প্রিন্টিংয়ের ২০ কোটি ৮৯ লাখ টাকা, সেন্ট্রাল ফার্মার ১৬ কোটি ৪৫ লাখ টাকা, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ১৫ কোটি ১৬ লাখ টাকা, ফু-ওয়াং ফুডের ১৩ কোটি ২৯ লাখ টাকা, খুলনা ব্রাদার্সের ১২ কোটি ৫৮ লাখ টাকা, প্যাসিফিক ডেনিমসের ১১ কোটি ৩৫ লাখ টাকা, ইয়াকিন পলিমারের ১০ কোটি ৬২ লাখ টাকা, মুন্নু সিরামিকের ৯ কোটি ৯৫ লাখ টাকা এবং ইভেন্স টেক্সটাইলের ৯ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) রোববার সাত কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ছয় কোটি ১২ লাখ টাকার শেয়ার। প্রধান সূচক সিএএসপিআই ৩৬ দশমিক ৯২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫০৪ দশমিক ৯৯ পয়েন্টে। এছাড়া সিএসই৫০ সূচক তিন দশমিক শূন্য পাঁচ পয়েন্ট, সিএসই৩০ সূচক ৫৩ দশমিক ৯০ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ২২ দশমিক শূন্য ৯ পয়েন্ট এবং সিএসআই সূচক চার দশমিক শূন্য তিন পয়েন্ট করে কমেছে।
সিএসইতে লেনদেন হওয়া ১৫৯ কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৪টির, কমেছে ৫৮টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ৬৪টির। এদিন লেনদেনের শীর্ষে উঠে আসে ফু-ওয়াং সিরামিকের শেয়ার। কোম্পানিটির এক কোটি ৬৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এরপর লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে লার্ফাজহোলসিমের ৭০ লাখ টাকা, সেন্ট্রাল ফার্মার ৫৫ লাখ টাকা, খুলনা প্রিন্টিংয়ের ৫০ লাখ টাকা, এমারেল্ড অয়েলের ৩৯ লাখ টাকা, ওয়েস্টার্ন মেরিনের ৩১ লাখ টাকা, ইভেন্স টেক্সটাইলের ৩১ লাখ টাকা, প্যাসিফিক ডেনিমসের ২৭ লাখ টাকা, অলিম্পিক এক্সেসরিজের ২৫ লাখ টাকা এবং বিডি থাইয়ের ১২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।