আপনার জিজ্ঞাসা
ঈদগাহ জামাতে কোলাকুলি করা কি সুন্নাহ সম্মত?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার বিশেষ আয়োজনের একটি পর্বে একজন থেকে জানতে চেয়েছেন,ঈদগাহ জামাতে কোলাকুলি করা কি সুন্নাহ সম্মত? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : ঈদগাহ জামাতে কোলাকুলি করা কি সুন্নাহ সম্মত?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য। একটি প্রচলিত বিষয় নিয়ে জানতে চেয়েছেন। ঈদের সালাতে এক রাস্তা দিয়ে যাওয়া ও অন্য রাস্তা দিয়ে আসাটা সুন্নাহ সম্মত। যদি দুটি রাস্তা থাকে। দ্বিতীয়টি হলো, ঈদের সালাতের পর কোলাকুলি করা, মুসাফা করা কিংবা পরস্পরের খোঁজ খবর নেওয়া এসব প্রচলনের সঙ্গে জড়িত। তবে এটা নিয়ে কোনো নিষেধাজ্ঞা নেই। এটি জায়েজ আছে। আলেমরাও বলেছেন এটি জায়েজ আছে। এটি সুন্নাহর বিষয় না হলেও এটি জায়েজ রয়েছে। ঈদ যেহেতু আনন্দ তাই এটাও আনন্দের অংশ।