Beta

আপনার জিজ্ঞাসা

জান্নাতুল ফেরদৌসে কি নবী ও শহীদগণ থাকবেন?

১৩ সেপ্টেম্বর ২০১৯, ১০:৫৯

অনলাইন ডেস্ক

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।

আপনার জিজ্ঞাসার ২৩৪৬তম পর্বে জান্নাতুল ফেরদৌসে কেবল নবী ও শহীদগণ থাকবেন কি না, সে বিষয়ে ঢাকা থেকে চিঠির মাধ্যমে জানতে চেয়েছেন একজন দর্শক। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।

প্রশ্ন : জান্নাতুল ফেরদৌসে কি কেবল নবী ও শহীদগণ থাকবেন?

উত্তর : জান্নাতুল ফেরদৌসে  কেবল নবী ও শহীদগণ থাকবেন, এ বক্তব্য সঠিক নয়। আল্লাহ সুরা আল-মু'মিনূনে বলেছেন, যাদের ইমান এবং আমল ঠিক থাকবে তারাই জান্নাতুল ফেরদৌস পাবেন। জান্নাতুল ফেরদৌস ইমানদার ব্যক্তিগণের জন্য থাকবে। এটা শুধু নবী, শহীদ এবং রাসুলদের জন্যই নয়।

Advertisement