Beta

আপনার জিজ্ঞাসা

সুদি প্রতিষ্ঠানে চাকরি করে, এমন ব্যক্তিকে বাড়ি ভাড়া দেওয়া যাবে?

১৬ জুলাই ২০১৯, ১১:৫৫

অনলাইন ডেস্ক

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।

আপনার জিজ্ঞাসার ২৩২০তম পর্বে সুদি প্রতিষ্ঠানে চাকরি করে, এমন ব্যক্তিকে বাড়ি ভাড়া দেওয়া যাবে কি না, সে বিষয়ে দিনাজপুর থেকে ই-মেইলে জানতে চেয়েছেন শাহরিয়ার কবির। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।

প্রশ্ন : সুদি প্রতিষ্ঠানে চাকরি করে, এমন ব্যক্তিকে কি বাড়ি ভাড়া দেওয়া যাবে?

উত্তর : হ্যাঁ, অবশ্যই যাবে। তার জন্য হারাম সুদি প্রতিষ্ঠানে চাকরি করা এবং সুদের সম্পর্ক সরাসরি তার সঙ্গে রয়েছে; কিন্তু আপনার সঙ্গে সুদের কোনো সম্পর্ক নেই। আপনার সঙ্গে তার ভাড়াটিয়ার সম্পর্ক। সুতরাং, এ ধরনের ব্যক্তির কাছে বাড়ি ভাড়া দেওয়া জায়েজ রয়েছে, যেমনিভাবে অন্য ধর্মের ব্যক্তির কাছেও বাড়ি ভাড়া দেওয়া জায়েজ রয়েছে। কারণ, তার সুদের লেনদেনের কারণে, তার সঙ্গে লেনদেন করা ইসলামের শরিয়তের মধ্যে হারাম হবে না।

সুতরাং, সুদের সঙ্গে যদি কোনো ব্যক্তির সরাসরি সুস্পষ্ট সম্পর্ক না থাকে, তাহলে এটি তার জন্য হারাম হবে না। বরং, এই কাজটি তার জন্য জায়েজ রয়েছে।

Advertisement