Beta

আপনার জিজ্ঞাসা

সুরা ফাতিহার শুরুতে বিসমিল্লাহ বলতে হবে?

১৪ জুন ২০১৯, ১৭:৩৮

অনলাইন ডেস্ক

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। শরীফ বায়জীদ মাহমুদ উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।

আপনার জিজ্ঞাসার ৫৯০তম পর্বে সুরা ফাতিহার শুরুতে বিসমিল্লাহ বলতে হবে কি না,  সে বিষয়ে ফেনী থেকে টেলিফোনের মাধ্যমে জানতে চেয়েছেন আবদুল লতিফ। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।

প্রশ্ন : নামাজে সুরা ফাতিহার পরে অন্য সুরার শুরুতেও কি ‘আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সম্পূর্ণ পড়তে হবে?

উত্তর : সালাত শুরু করার সময় সুরা ফাতিহার আগেই আউজুবিল্লাহ বিসমিল্লাহ বলবেন। সুরা ফাতিহার আগেই আউজুবিল্লাহ ও বিসমিল্লাহ বলা সুন্নাহ। এরপর যখন আপনি সুরা পড়া শুরু করবেন, তখন বিসমিল্লাহ বলে শুরু করবেন, আউজুবিল্লাহর কোনো প্রয়োজন নেই। পরবর্তী সুরা যখন আপনি শুরু করবেন, সেখানে আউজুবিল্লাহ বলতে হবে না। যদি সুরার শুরু থেকে শুরু করেন, তাহলে বিসমিল্লাহির রাহমানির রাহিম পুরাটা বলে সুরা শুরু করবেন।

Advertisement