Beta

আপনার জিজ্ঞাসা

দস্তরখানায় খাবার খাওয়ার সওয়াব বেশি?

০৫ জুন ২০১৯, ১৫:০৬

অনলাইন ডেস্ক

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।

রমজানের বিশেষ আপনার জিজ্ঞাসার তৃতীয় পর্বে দস্তরখানায় খাবার খাওয়ার সওয়াব বেশি কি না, সে বিষয়ে ঢাকা থেকে টেলিফোনে জানতে চেয়েছেন কামরুন নাহার। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।

প্রশ্ন : অনেকের কাছে শুনি যে দস্তরখানায় খাবার খাওয়ার সওয়াব নাকি অনেক বেশি, কথাটি কি ঠিক?

উত্তর : দস্তরখানায় খাবার খাওয়ার ফজিলতের মর্মে যে বর্ণনা উল্লেখ করা হয়ে থাকে, এগুলোর একটাও হাদিস না। এগুলো হাদিসের নামে জালিয়াতি।

দস্তরখান কী জিনিস, সেটা আমাদের আগে জানতে হবে। খান ফার্সি শব্দ। খান মানে পাত্র আর দস্তর হচ্ছে খাবার, অর্থাৎ দস্তরখান মানে খাবারের পাত্র। আমরা তো খাবার পাত্রের মধ্যেই খাই। সুতরাং, দস্তরখান যেটা ফারসিতে বলা হয়, সেটার আধুনিক নাম হলো প্লেট বা থালা। এ ছাড়া এর আর বিশেষ কোনো মর্যাদা নেই।

Advertisement