Beta

আপনার জিজ্ঞাসা

দাঁতে খাবার আটকে থাকলে নামাজ-রোজার ক্ষতি হবে?

১৫ মে ২০১৯, ১৪:৪২ | আপডেট: ১৫ মে ২০১৯, ১৪:৪৪

অনলাইন ডেস্ক

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।

রমজানের বিশেষ আপনার জিজ্ঞাসার তৃতীয় পর্বে দাঁতের ফাঁকে খাবার আটকে থাকলে নামাজ বা রোজার কোনো সমস্যা হবে কি না, সে বিষয়ে টেলিফোনে জানতে চেয়েছেন একজন দর্শক। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।

প্রশ্ন : সাধারণত আমরা ইফতারের আগে অজু করে নিই। আর ইফতারের পর কুলি করে নিই। কিন্তু ইফতারির পরও যদি দাঁতের ফাঁকে কোনো খাবার আটকে থাকে, তাহলে কি নামাজে কোনো সমস্যা হবে?

উত্তর : দাঁতের ফাঁকে যদি কোনো কারণে খাদ্যকণা থেকে যায়, এতে নামাজের ক্ষতি হবে না, অজুর ক্ষতি হবে না, এমনকি সিয়ামেরও ক্ষতি হবে না।

Advertisement